০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


ইসরাইলের ‘ছোঁড়া গুলিতে’ নিহত হয়েছেন আবু আকলেহ : যুক্তরাষ্ট্রের তদন্ত

- ছবি - এপি

আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ সম্ভবত ইসরাইলের ছোঁড়া গুলিতেই নিহত হয়েছেন। তবে এটি পরিকল্পিত ছিল না। ফিলিস্তিনের পাঠানো ‘সেই বুলেট’ পরীক্ষা-নিরীক্ষার পর সোমবার যুক্তরাষ্ট্র এ কথা জানিয়েছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নিড প্রাইস তদন্তের ফলাফল ঘোষণায় জানান, সাংবাদিক আকলেহকে হত্যা করা বুলেটটি ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের কাছে হস্তান্তর করেছিল। ‘স্বতন্ত্র তৃতীয়পক্ষের পরীক্ষকরা’ সেটির ‘বিস্তারিত ফরেনসিক বিশ্লেষণ’ করেছেন।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার জনপ্রিয় প্রবীণ সাংবাদিক ছিলেন শিরিন আবু আকলেহ। সমগ্র আরব বিশ্বে সুপরিচিত এবং সম্মানিত ছিলেন এই ফিলিস্তিনি-আমেরিকান সংবাদদাতা। গত ১১ মে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সামরিক অভিযান কভার করার সময় তাকে গুলি করে হত্যা করা হয়। ওই সময় তিনি ‘প্রেস’ লেখা একটি ভেস্ট এবং মাথায় হেলমেট পরেছিলেন।

ফিলিস্তিনের আনুষ্ঠানিক তদন্তে দেখা গেছে যে, এই তারকা সাংবাদিককে হেলমেটের ঠিক নিচে গুলি করা হয়।

আকলেহর সাথে থাকা ক্রু এবং ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ইসরাইলি সৈন্যরা তাকে মাথায় গুলি করে হত্যা করেছে। এবং ওই সময় পরিস্থিতি স্বাভাবিক ছিল। কোনো অরাজকতা হচ্ছিলো না।

অপরদিকে ইসরাইল জানায়, ফিলিস্তিনিদের সাথে সংঘর্ষের সময় আবু আকলেহ নিহত হন। এবং কেবলমাত্র ফরেনসিক বিশ্লেষণের পরই বোঝা যাবে ইসরাইল সেনা নাকি ফিলিস্তিনি যোদ্ধাদের ছোঁড়া গুলিতে তিনি নিহত হয়েছেন। তবে তারা এই অভিযোগ অস্বীকার করেছে যে, পরিকল্পিতভাবে আকলেহকে টার্গেট করা হয়েছিল। পরে তারা জানায়, হতে পারে সংঘর্ষের সময় ইসরাইলি কোনো সেনা ভুল করে তাকে গুলি করেছে।

এদিকে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা পৃথকভাবে ফিলিস্তিনি এবং ইসরাইলি তদন্তের ফলাফল পরীক্ষা করে সিদ্ধান্তে উপনীত হন যে, আইডিএফ অবস্থান থেকে ছোঁড়া গুলিই সম্ভবত শিরিন আবু আকলেহের মৃত্যুর জন্য দায়ী।

এক বিবৃতিতে প্রাইস বলেছেন, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) তারা সংক্ষিপ্ত নামে ডাকেন।

তবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে, এটি ইচ্ছাকৃত ছিল না। বরং ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে আইডিএফ-এর নেতৃত্বে সামরিক অভিযানের সময় এই দুঃখজনক ঘটনা ঘটেছে।

সূত্র : ডেইলি সাবাহ


আরো সংবাদ



premium cement
চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করার পক্ষে ৫০ ভাগ আমেরিকান রাজবাড়ীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ রাফায় হামলার ব্যাপারে ইসরাইলকে হুঁশিয়ারি হামাসের স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৫০ শরণার্থীর মৃত্যুর ‌শঙ্কা ফিলিপাইনে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে ৩০০ বছর আগের নগর ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের মোস্তাফিজের মেইডেন দিয়ে আলোচনা ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন কলম্বিয়ার বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের

সকল