২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ইসরাইলের প্রতি বাইডেনের সমর্থন

হোয়াইট হাউজের ঈদ ডিনার বয়কটে মার্কিন-ফিলিস্তিনি সংগঠনের আহ্বান

গাজায় হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মুসলমানদের বিক্ষোভ - ছবি : সংগৃহীত

ফিলিস্তিনজুড়ে সহিংসতা ও অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরাইলের প্রতি সমর্থনের জেরে ঈদ উপলক্ষে হোয়াইট হাউজে অনুষ্ঠিত ডিনার বয়কটের জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন ফিলিস্তিনি অধিকার সংগঠন আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন। রোববার হোয়াইট হাউজের এই ডিনার পার্টির অনুষ্ঠানের কথা রয়েছে।

এর পরিবর্তে সংগঠনটি বিকল্প অনুষ্ঠান ‘ঈদ উইথ প্যালেস্টাইন’ (ফিলিস্তিনের সাথে ঈদ) আয়োজনের ঘোষণা দিয়েছে।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘প্রেসিডেন্ট বাইডেন, হোয়াইট হাউজ মুখপাত্র জেন সাকি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইসের সাম্প্রতিক বিবৃতিগুলোতে পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিদের জাতিগত নিধন, রমজানে আল-আকসায় মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা এবং শত শত জীবন কেড়ে নেয়া গাজায় চলমান আগ্রাসনকে অস্বীকার করা হয়েছে।’

এতে আরো বলা হয়, ‘আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের সাথে সংহতি জানানোর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ও সারাবিশ্বের মুসলমানদের প্রতি আমরা হোয়াইট হাউজের অনুষ্ঠান বয়কট এবং হোয়াইট হাউজের অনুষ্ঠানের প্রতিবাদী ঈদ উইথ প্যালেস্টাইনে অংশ নেয়ার আহ্বান জানাচ্ছি।’

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement