০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


'এশিয়ানদের ঘৃণা বন্ধ করো'

জর্জিয়ায় গোলাগুলির প্রতিবাদে বিক্ষোভ
আটলান্টায় ক্যাপিটল ভবনের সামনে বিক্ষোভ - ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টায় অবস্থিত আইন পরিষদ ও প্রশাসনিক কার্যালয় ক্যাপিটল ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছে শত শত লোক। গত সপ্তাহে আটলান্টায় গোলাগুলির ঘটনার প্রতিবাদের সাথে সাথে এশিয়ানবিরোধী বর্ণবাদ ও ঘৃণামূলক মনোভাবের অবসানের দাবিতে শনিবার এই বিক্ষোভের আয়োজন করা হয়।

গত মঙ্গলবার আটলান্টায় পৃথক তিনটি স্পা সেন্টারে এক বন্দুকধারী হামলা করলে এশিয়ান বংশদ্ভুত ছয় নারীসহ আটজন নিহত হন।

শনিবারের বিক্ষোভে অংশগ্রহণকারীরা 'ঘৃণা এক ভাইরাস', 'এশিয়ানদের ঘৃণা বন্ধ করো' ও 'আমি তোমার মডেল সংখ্যালঘু নই' লেখা প্ল্যাকার্ড বহন করেন।

হামলার অভিযোগে গ্রেফতার কথিত অভিযুক্ত তরুণ কোনো 'বর্ণবাদী মনোভাব' থেকে হামলা না করার কথা পুলিশের কাছে জানালেও এশিয়ান-আমেরিকান সম্প্রদায়ের সদস্যরা বলছেন, ভয়াবহ ওই হামলার পেছনে অনুপ্রেরণা হিসেবে দীর্ঘদিনের বর্ণবাদ, ঘৃণা ও বিদ্বেষ কাজ করেছে।

হামলার কয়েক দিন আগেই এশিয়ান-আমেরিকান মানবাধিকার সংস্থাগুলো জানায়, করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে এশিয়ানবিরোধী বর্ণবাদ বেড়ে চলছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা এই বর্ণবাদে ইন্ধন যুগিয়ে আসছেন।

করোনাভাইরাসকে ট্রাম্প প্রকাশ্যেই 'চীনা ভাইরাস' ও 'কুং ফ্লু' হিসেবে উল্লেখ করতেন।

বিক্ষোভে অংশ নেয়া জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজির চীনা বংশদ্ভুত শিক্ষার্থী বার্নার্ড ডং বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, সকল সংখ্যালঘুর অধিকারের দাবিতে তিনি বিক্ষোভে অংশ নিয়েছেন।

তিনি বলেন, 'বেশিরভাগ সময়েই এশিয়ান লোকেরা চুপ থাকে কিন্তু সময়ের পরিবর্তন হয়েছে।'

গত সপ্তাহে স্টপ এএপিআই হেট রিপোর্টিং সেন্টার এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৯ মার্চ থেকে এই বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এশিয়ান-আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের বাসিন্দাদের বিরুদ্ধে তিন হাজার সাত শ' ৯৫টি ঘৃণামূলক হামলার ঘটনা ঘটেছে।
বেশিরভাগ ঘটনাতেই মৌখিক হয়রানি করা হলেও ১১ ভাগ ঘটনায় শারীরিক আক্রমণের ঘটনা ঘটে।

জর্জিয়ায় গোলাগুলির ঘটনার পরিপ্রেক্ষিতে এশিয়ানবিরোধী বর্ণবাদের নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, 'বিপুল এশিয়ান-আমেরিকান রাস্তায় উদ্বেগ নিয়ে বের হন, গত বছরের প্রতিটি সকাল তারা ঘুম থেকে জেগেছেন নিজেদের,প্রিয়জনদের নিরাপত্তার দুশ্চিন্তা নিয়ে।'

বাইডেন বলেন, 'তারা হয়রানির শিকার হয়েছেন, মৌখিক ও শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন, খুন হয়েছেন।'

হামলার অভিযোগে গ্রেফতার ২১ বছর বয়সী বন্দুকধারীর বিরুদ্ধে কর্তৃপক্ষ এরইমধ্যে হত্যার দায়ে মামলা দায়ের করেছে।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টার পরে আটলান্টার তিনটি স্পা সেন্টারে পরপর বন্দুকধারী হামলা করে। হামলায় এশিয়ান বংশদ্ভুত ছয় নারীসহ আটজন নিহত হন।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল