২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


নিপীড়িতদের পক্ষে সমর্থন অব্যাহত থাকবে : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান - সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান নিপীড়িতদের সমর্থন, বিশেষ করে অবরুদ্ধ গাজা উপত্যকায় শোষিত জনগণের সমর্থন করার জন্য জাতির স্থায়ী প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

মঙ্গলবার তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ইয়েনি সাফাকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী আঙ্কারায় সোমবার তুর্কি কবি মেহমেত আকিফের (যিনি তুরস্কের জাতীয় সঙ্গীতের কথা লিখেছেন) স্মরণসভায় বক্তৃতায় এরদোগান বলেন, ‘আমরা আকিফের ভাষায় যারা নিহত, শোষিত ও নিপীড়িত, বিশেষ করে গাজায় তাদের জন্য ক্রন্দন করতে থাকব এবং ন্যায় ও ন্যায়বিচারের পক্ষে সবসময় অবিচল থাকব।’

এরদোগান বলেন, রাজনৈতিক ইস্যু কাজে লাগিয়ে যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

সম্প্রতি তুরস্কে ১২ সেনা নিহতের জন্য পিকেকের নিন্দা করার জন্য গত সপ্তাহে একটি যৌথ ঘোষণা জারি করেছিল।

১২ সেনা হত্যার বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি নিয়েছে তুরস্ক, তুর্কি সশস্ত্র বাহিনী (টিএসকে) ইরাক ও সিরিয়ায় পিকেকে লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য একাধিক বিমান হামলার ঘোষণা দিয়েছে দেশটি।
সূত্র : ইয়েনি সাফাক


আরো সংবাদ



premium cement