০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


তিনটি চকোলেট

-


আজ রোদেলার জন্মদিন। ওর জন্য বড় সাইজের একটি কেক কিনে মধুবন বিপণি থেকে বের হওয়ার পর বাপ্পিকে খুশি খুশি দেখাচ্ছে। অথচ এই দোকানে প্রবেশের আগেও বাপ্পির কোনো এক অজানা কারণে মন খারাপ ছিল। কিন্তু এখন মুখে হাসির আভা। কারণ কী! ঘটনা জানতে চাইতেই সে পকেট থেকে তিনটি দামি চকোলেট বের করে বলল, ‘দোকান থেকে চুপি চুপি এই তিনটি চকোলেট চুরি করেছি। বেচারা দোকানদার বুঝতেই পারেনি।’
বলেই বাপ্পি হি হি করে হাসতে লাগল। ওর হাসিকে প্রশ্রয় না দিয়ে বললাম, ‘কাজটা ভালো হয়নি। যখন চুরিই করেছিস, তো আমাকে একটা দে। খাবো।’
তৎক্ষণাৎ বাপ্পি চকোলেটগুলো প্যান্টের পকেটে ভরে ফেলে সাফ জানাল, ‘না দেবো না। এগুলো আমি বাসায় গিয়ে খাবো।’
অনুনয় করে বললাম, ‘দে না।’
কিন্তু সে তার সিদ্ধান্তে অটল। দেবেই না। কেনরে ভাই! চুরি করা জিনিস, দিলে সমস্যা কী! মেজাজ বিগড়ে গেল। সিদ্ধান্ত নিলাম ওর থেকে এগুলো খাবই।
‘শোন বাপ্পি।’
‘বল।’
‘তুই চকোলেট চুরি করেছিস। তুই কী জানিস আমি বিনা পয়সায় ওই মধুবন বিপণিতে গিয়ে এ রকম তিনটি চকোলেট খেয়ে আসব।’
‘বিনা পয়সায়?’
‘হ্যাঁ।’
‘কিন্তু কিভাবে?’
‘চল।’
আমি আর বাপ্পি আবার মধুবন বিপণিতে এলাম। দোকানদার ভদ্রলোক আমাদের দেখে হেসে বললেন, ‘তোমরা আবার এসেছ! আর কিছু লাগবে নাকি?’
ভদ্রলোককে বললাম, ‘না আংকেল, কিছু লাগবে না। আপনি কী ম্যাজিক দেখতে চান?’
ভদ্রলোক অবাক হয়ে বললেন, ‘হঠাৎ ম্যাজিক দেখাতে এলে কেন?’
তাকে থামিয়ে দিয়ে বললাম, ‘আহা দেখবেন কি না, সেটা বলেন।’
তিনি হেসে বললেন, ‘ওকে, দেখাও তবে।’
চকোলেটের বোয়াম দেখিয়ে দিয়ে বললাম, ‘এখান থেকে আমাকে তিনটি চকোলেট দেন তো!’
বোয়াম খুলে তিনি আমাকে তিনটি চকোলেট হাতে দিলেন।
তারপর সেগুলো মজা করে খেয়ে ফেললাম। ভদ্রলোক বললেন, ‘এখানে তো ম্যাজিকের কিছু দেখলাম না।’
হেসে বললাম, ‘অবশ্যই দেখবেন। যে চকোলেটগুলো খেয়েছি, সেগুলো অবিকল আগের মতো দেখবেন?’
তিনি অনেকটা তাচ্ছিল্যে বললেন, ‘ইম্পসিবল। সেটা বিখ্যাত জাদুকর জুয়েল আইচের দ্বারা সম্ভব।’
আমি বললাম, ‘আমার দ্বারাও সম্ভব।’
ভদ্রলোক বললেন, ‘দেখাও তবে।’
আমি বাপ্পিকে দেখিয়ে দিয়ে বললাম, ‘ওর নাম বাপ্পি। ওর পকেট চেক করেন। সেই তিনটি চকোলেট দেখতে পাবেন।’
বাপ্পি আমতা আমতা করে বলল, ‘ইয়ে...কী করছিস এসব!’
বাপ্পিকে পাত্তা না দিয়ে ভদ্রলোক দোকানদারকে বললাম, ‘বিশ্বাস না হলে চেক করেন। চকোলেট ওর পকেটেই পাবেন।’
দোকানদার বাপ্পির পকেট থেকে চকোলেট তিনটি বের করে আমাকে বললেন, ‘বাপরে, তুমি তো মারাত্মক ম্যাজিক দেখালে। তুমি দ্বিতীয় জুয়েল আইচ।’ বলেই তিনি চকোলেটগুলো বোয়ামে ভরে রাখলেন।
মধুবন বিপণি থেকে আমি আর বাপ্পি বেরিয়ে এলাম। বাপ্পির মন খারাপ। ভুয়া ম্যাজিক দেখিয়ে ওর চকোলেটগুলো...। এই অপরাধে বাপ্পি আমার সাথে আড়ি দিলো। আমার সাথে নাকি আর কথা বলবে না।


আরো সংবাদ



premium cement