২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


নিরাপত্তা নিয়ে আপত্তি খারিজ, পাকিস্তানে খেলতে যেতে হবে ভারতকে

নিরাপত্তা নিয়ে আপত্তি খারিজ, পাকিস্তানে খেলতে যেতে হবে ভারতকে - ছবি : সংগৃহীত

পাকিস্তানে দল পাঠানোর ব্যাপারে সবসময় বাহানা খোঁজে ভারত। বিশেষকরে মুম্বাই হামলার পর থেকে ভারতীয় ক্রিকেট বা হকি দলকে পাকিস্তানে পাঠানো হয় না। আপত্তির মূল কারণ হিসেবে তুলে ধরা হয়- নিরাপত্তা ব্যবস্থাকে। তবে ভারতের টেনিস দলকে হয়ত এবার পাঠাতেই হবে পাকিস্তানে।

শনিবার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সূচি অনুযায়ী এবার ভারতীয় দলকে খেলতে হবে পাকিস্তানের মাটিতে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) পাকিস্তানের পক্ষেই সিদ্ধান্ত নিয়েছে।

পিটিএফের (পাকিস্তান টেনিস ফেডারেশন) এক কর্মকর্তা বলেছেন, ‘আইটিএফ আমাদের জানিয়েছে, টাই আয়োজনের অধিকার পাকিস্তানেরই। নিরাপত্তা নিয়ে ভারতের আপত্তি খারিজ করে দিয়েছে আইটিএফ।’

ডেভিস কাপে এশিয়া অঞ্চলের গ্রুপ ওয়ানের টাইয়ে এবার মুখোমুখি ভারত এবং পাকিস্তান। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দু’দেশের টাই হওয়ার কথা। পাকিস্তানে ইউকি ভাম্বরি, সুমিত নাগালদের পাঠাতে রাজি নয় সর্বভারতীয় টেনিস ফেডারেশন (এআইটিএ)। নিরাপত্তার কারণ দেখিয়ে আইটিএফের কাছে পাকিস্তান সফর নিয়ে আপত্তি জানিয়েছিলেন ভারতের টেনিস কর্মকর্তারা। সূত্র : আনন্দবাজার


আরো সংবাদ



premium cement