০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, empty
`

অভিনেতা সাগর হুদা আর নেই

- ছবি - সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাগর হুদা আর নেই। আজ বুধবার ভোরে মারা গেছেন তিনি।

নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদ আছর ধানমন্ডির সাত নম্বরের মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

বান্নাহ ফেসবুকে লেখেন, ‘সাগর ভাই আল্লাহর কাছে চলে গেলেন! আমি বোঝাতে পারব না আমার ঠিক কেমন বুকফাটা কষ্ট হচ্ছে। উনি শুধুই একজন ভালো অভিনেতা ছিলেন না, ছিলেন একজন পরম পরোপকারী শুদ্ধ মনের ভালো মানুষ। আমার ভাই সাগর ভাই আপনি আল্লাহর কাছে থাকুন কিছুদিন, আমিও আসছি ভাই।’

সাগর হুদার মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনের সবাই শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

খুব অল্প সময়ের মধ্যেই নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা সাগর হুদা। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বেয়াইন আই লাভ ইউ’, ‘খটকা’, ‘হারাম’, ‘ন্যাপকিন’, ‘দ্য জু’, ‘সুইপার ম্যান’, ‘শুক্রবার’, ‘আক্কেল সেলামি’।


আরো সংবাদ



premium cement