২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


২৯ ঘণ্টা পর ভিসির বাসভবনে বিদ্যুৎ সংযোগ চালু

২৯ ঘন্টা পর ভিসির বাসভবনে বিদ্যুৎ সংযোগ চালু - ছবি : সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার দিবাগত রাত ১২টার দিকে বিদ্যুৎ সংযোগ পুরায় চালু করা হয়। এ তথ্যটি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার এডিসি বিএম আশরাফ উল্যাহ তাহের।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী মুহাইমিনুল বাসার রাজ জানান, ভিসির বাসভবনের বিদ্যুৎ লাইনের সাথে অর্ধশতাধিক স্টাফের বাড়ির বিদ্যুৎ লাইন রয়েছে। স্টাফদের বাড়িতে অনেক মানুষ অসুস্থ রয়েছে বলে আমাদের জানানো হয়। তাই আমরা মানবিক দিক বিবেচনা করে এ পদক্ষেপ নিয়েছি। এছাড়া আমরা কোনো সহিংস আন্দোলনে যেতে চাই না। তাই পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করে দেয়া হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ভিসির বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ২৯ ঘণ্টা পর এ সংযোগ পুনরায় চালু করা হলো।

দেখুন:

আরো সংবাদ



premium cement