ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তনের নজর রাখবে পাশ্চাত্যের দেশগুলো
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ মে ২০২৪, ২৩:৩৯, আপডেট: ২০ মে ২০২৪, ২৩:৪৩
আলি বাঘেরি কানিকে এখন অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ফলে তার আগের পদ উপ-পররাষ্ট্রমন্ত্রীর পদটি এখন খালি হয়েছে।
ইরানের রাষ্ট্রদূত এবং নিউইয়র্কে জাতিসঙ্ঘের সদর দফতরের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানিকে ওই পদে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অনানুষ্ঠানিক প্রতিবেদনগুলোতে তুলে ধরা হচ্ছে।
নিহত পররাষ্ট্রমন্ত্রীকে এখনো দাফন করা হয়নি। এমন সময়ে তার নিয়োগ এবং প্রকাশ্য ঘোষণা গুরুত্বপূর্ণ মনে না হলেও সম্ভবত এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি যার ওপর পাশ্চাত্যের দেশগুলো নজর রাখছে।
একজন অভিজ্ঞ কূটনৈতিক হিসেবে পরিচিত, ইংরেজিতে সাবলীল, আলোচনার শিষ্টাচারের সাথে পরিচিত এবং অতীতে সফল আলোচনা জড়িত ইরাভানির ভূমিকা ভবিষ্যতের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দু’সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অব গভর্নরস পরবর্তী বৈঠকের প্রস্তুতি নিতে যাচ্ছে। ফলে ইরানের পারমাণবিক ইস্যুতে আলোচনাকারীর শূন্য আসনের দিকে নজর এখন আরো তীব্র হবে।
সূত্র : বিবিসি