২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের প্রখ্যাত ইউরোলজিষ্ট মনজুর রশীদ চৌধুরী

-

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের প্রখ্যাত ইউরোলজিস্ট, সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক ভিপি-নবীগঞ্জের কৃতি সন্তান, ডা. মনজুর রশীদ চৌধুরী।
মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ডা. মনজুর রশীদ চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী গণমাধ্যমকে জানান, ডা. মনজুর রশীদ চৌধুরী গত তিন দিন ধরে হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন।

ডা. রাহাত আনোয়ার চৌধুরী আরও জানান, ডা. মনজুর রশীদ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়া ১২ নম্বর চিকিৎসক। এর আগে আরও ১১ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো চারজন চিকিৎসক।

ডা. মঞ্জুর রশীদ চৌধুরী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের চতুর্দশ ব্যাচের ছাত্র ছিলেন। ডা. মঞ্জুর রশীদ চৌধূরীর বাড়ি নবীগঞ্জ উপজেলার দিনারপুর অঞ্চলের গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামে।


আরো সংবাদ



premium cement