০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


সিলেট সিটির উন্নয়নে ভারতের আরো সহায়তা চাইলেন মেয়র আরিফ

সিলেট সিটির উন্নয়নে ভারতের আরো সহায়তা চাইলেন মেয়র আরিফ - নয়া দিগন্ত

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাসের এক সৌজন্য বৈঠক মঙ্গলবার বিকেলে নগর ভবনে মেয়রের কক্ষে অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতীয় অর্থায়নে নগরীতে চলমান বিভিন্ন প্রকল্প বাস্তবায়নসহ পারস্পারিক শিক্ষা বিনিময় ও বিভিন্ন উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

ভারতীয় হাইকমিশনার বিকেল সাড়ে ৩টায় নগরভবনে এসে পৌঁছুলে তাকে স্বাগত জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। পরে তারা এক সৌজন্য বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাসের সাথে আমার সৌজন্য বৈঠক হয়েছে। বৈঠকে ভারত সরকারের অর্থায়নে সিলেট নগরীতে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে কথা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনে ভারত সরকারের আরো উন্নয়ন সহায়তা কামনা করে মেয়র আরিফ রিভা গাঙ্গুলীকে বলেছেন, ‘ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে কয়েকটি উন্নয়ন কাজের ক্ষেত্র সম্প্রসারিত করার কথা বলেছি এবং তিনি সে সব ক্ষেত্রে ভারত সরকারকে সম্মত করানোর কথা জানিয়েছেন’।

বৈঠকে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী এল কৃষ্ণমূর্তি, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, প্যানেল মেয়র-১ ও সিটি কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু সহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ভারতের মুম্বাই থেকে আগত ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যরা দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রশাসক আসাদ উদ্দিন আহমদ এর সাথে গমঙ্গলবার বিকেলে চেম্বার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। চেম্বার প্রশাসক ভারতের ব্যবসায়ীদেরকে সিলেটে স্বাগত জানান।

সভায় দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন প্রসঙ্গে আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিনিধিদলের সদস্য মুনির মুকধম, আরিফ খাখো ও সিলেট চেম্বারের প্রাক্তন পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ।

 

 


আরো সংবাদ



premium cement