২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


অরুণাচলের ওপর চীনা দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

অরুণাচলের ওপর চীনা দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের - ফাইল ছবি

অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ। আরো একবার স্পষ্ট ভাষায় তা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র বেদান্ত পটেল তার দৈনন্দিন সংবাদ সম্মেলনে বলেন, 'আমেরিকা অরুণাচল প্রদেশকে ভারতের অংশ হিসাবে স্বীকৃতি দেয়।' একই সাথে তিনি বলেন, 'প্রকৃত নিয়ন্ত্রণরেখা ধরে জবরদখলের মাধ্যমে এলাকা দখলের কোনো একপক্ষীয় চেষ্টা হলে আমরা তার বিরোধিতা করব।'

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ৯ মার্চ অরুণাচল সফরে গিয়ে চীন সীমান্তবর্তী সেলা গিরিপথের ১৩ হাজার ফুট উচ্চতার দ্বিতীয় সুড়ঙ্গটির উদ্বোধন করেছিলেন। তার পরেই উত্তর-পূর্ব ভারতের ওই রাজ্য ঘিরে ‘তৎপরতা’ বৃদ্ধি করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার। এর আগে চীনা বিদেশ দফতর দাবি করেছিল, জাংনান (অরুণাচল প্রদেশের চীনা নাম) চীনের ভূখণ্ডের অংশ। তার পর বিতর্কে ঢুকে পড়ে চীনা ফৌজও। গত সোমবার চীনা পিপল্‌স লিবারেশন আর্মি (পিএলএ) অরুণাচলকে ‘চীনা ভূখণ্ডের অংশ’ বলে চিহ্নিত করে।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র দফতরের পক্ষে কড়া জবাব দিয়ে এক বিবৃতিতে বলা হয়, চীনের দাবি পুরোপুরি অযৌক্তিক। মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল মঙ্গলবার বলেন, ‘অরুণাচল প্রদেশ নিয়ে চিন ক্রমাগত যুক্তিহীন কথাবার্তা বলে চলেছে। আমরা চীনা সামরিক বিভাগের সাম্প্রতিক মন্তব্যগুলো নজরে রেখেছি।’

অরুণাচলকে ভারতীয় ভূখণ্ড হিসেবে কখনোই স্বীকৃতি দেয়নি চীন। তাদের দাবি, উত্তর-পূর্ব ভারতের ওই প্রদেশ অধিকৃত তিব্বতের দক্ষিণ অংশ। এর আগেও দু’বার অরুণাচলের বিভিন্ন অংশের নাম বদল করেছে চীন। ২০১৭ সালে দলাই লামার অরুণাচল সফরের পরে ওই রাজ্যের ছ’টি জায়গার নাম বদল করে চীনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০২১ সালে আরো ১৫টি জায়গার নাম বদলের কথা জানিয়েছিল তারা। লাদাখের পাশাপাশি গত কয়েক বছরে তাওয়াং-সহ অরুণাচলের বেশ কিছু এলাকাতেও প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে চীনা ফৌজের অনুপ্রবেশের ‘খবর’ এসেছে। এই পরিস্থিতিতে পিএলএ-র এই আগ্রাসী মনোভাব নতুন করে সামরিক উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন ভারত-সংশ্লিষ্ট কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ।

উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও অরুণাচল প্রদেশকে ভারতের ‘অবিচ্ছেদ্য অংশ’ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ, গত জুলাই মাসে এই মর্মে আমেরিকার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সংশ্লিষ্ট কমিটিতে একটি প্রস্তাব পাশ করানো হয়।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই গাজা নিয়ে আলোচনার লক্ষ্যে সৌদি আরব যাচ্ছেন ব্লিংকেন ধামরাইয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ, কাদঁলেন মুসুল্লিরা বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ২ কেএনএফ সদস্য নিহত এসএসসি পরীক্ষার ফল ৯ থেকে ১১ মে’র মধ্যে প্রকাশ কলাপাড়ায় বালুর জাহাজ থেকে ছিটকে পড়ে শ্রমিক নিখোঁজ যেসব কারণে হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে আপনার ফেসবুক আইডি ও পেজ কুয়াকাটাসহ উপকূল পুড়ছে তাপপ্রবাহে, স্বস্তি নেই জনজীবনে আজ দুপুরে দেশের উদ্দেশে আল হামরিয়া বন্দর ছাড়বে এমভি আব্দুল্লাহ ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বিদেশফেরত যুবকের মৃত্যু শেরপুরে হিট স্ট্রোকে আরো ১ জনের মৃত্যু

সকল