০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


পাকিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠলো চীন-ভারত-আফগানিস্তান

- ছবি - জিও নিউজ

পাকিস্তানে আজ রোববার সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয়। পাশ্ববর্তী দেশ চীন, ভারত ও আফগানিস্তানেও ভূকম্পন অনুভূত হয়েছে।

জিও নিউজ এই খবর জানিয়েছে।

এতে বলা হয়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, অটোক ও খাইবার পাখতুনের কয়েকটি অংশে এবং কাশ্মিরে ভূমিকম্প হয়েছে।

এসময় বহুতল ভবনের মানুষ আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে এসেছেন।

এছাড়া পাঞ্জাব প্রদেশের লাহোর, ঝিলাম ও চাকওয়ালে ভূকম্পন অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা পাঁচ দশমিক দুই। তবে পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) ভূমিকম্পের মাত্রা ছয় বলে নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল।

ভূমিকম্প ভূপৃষ্ঠের ২২৩ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে। ফলে পাশ্ববর্তী দেশ চীন, ভারত ও আফগানিস্তানের ভূকম্পন অনুভূত হয়।

এদিকে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।


আরো সংবাদ



premium cement
হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে : ধর্মমন্ত্রী ই-মেইলে বোমার হুমকি : বন্ধ দেয়া হলো দিল্লির ১০০ স্কুল হাসপাতালের পৌঁছেছেন খালেদা জিয়া নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ'লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি হাসপাতালের উদ্দেশে রওনা হলেন খালেদা জিয়া বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা না বন্ধ, সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি সকল দল-মতের মানুষকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের শফিউল বারী বাবুর জন্মদিনে পানি ও স্যালাইন বিতরণ করল তার দুই শিশু সন্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ : আফগান দলে ছয় অলরাউন্ডার কপ-২৯ সম্মেলনে জলবায়ু সহনশীলতা অ্যাডভোকেসি জোরদার করবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী

সকল