২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ফের লাফিয়ে বাড়ল ভারতের করোনা সংক্রমণ, উদ্বেগ মহারাষ্ট্রে

ফের লাফিয়ে বাড়ল ভারতের করোনা সংক্রমণ, উদ্বেগ মহারাষ্ট্রে -

গত কয়েক দিন লাগাতার বৃদ্ধির পর মঙ্গলবার ভারতের করোনা পরিসংখ্যানে মিলেছিল সাময়িক স্বস্তি। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হলো না। গত ২৪ ঘণ্টায় লাফিয়ে বাড়ল সংক্রমণ। চতুর্থ ঢেউয়ের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্য়া। বেশ উদ্বেগজনক মহারাষ্ট্রের কোভিড গ্রাফও।

বুধবার ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮২২ জন। গতকাল যে সংখ্যাটা ছিল সাড়ে ৬ হাজারের কিছু বেশি। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই এক দিনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯০০ জনেরও বেশি।

বর্তমানে এ রাজ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা ১৮ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। বাড়ছে হাসপাতালে ভর্তির হারও। আরো চিন্তার কারণ হলো এই রাজ্যে নতুন দু’টি BA.5 ভ্যারিয়েন্টের সন্ধানও পাওয়া গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী, ভারতে এক দিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। দেশে এখনো পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৭৯২। ভয় ধরিয়ে গত ২৪ ঘণ্টায় অনেকটাই বাড়ল সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩ হাজার ৬৩৭। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার বেড়ে ০.১২ শতাংশ।

তবে এসবের মধ্যে একমাত্র স্বস্তি সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনো পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৬৭ হাজার ৮৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৫ হাজার ৭১৮ জন। সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য জানাচ্ছে, এখনো পর্যন্ত দেশে ১৯৫ কোটি ৫০ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৩ লাখের বেশি। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লাখ ৪০ হাজার ২৭৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

দেখুন:

আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে ভূমিদস্যুর বিরুদ্ধে ঝাড়-মিছিল ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হাউছিদের সরাসরি হামলা গাজা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মিরসরাই প্রেস ক্লাবের নতুন সভাপতি মিঠু, সম্পাদক মাঈন আইসিসির সিদ্ধান্ত ইসরাইলকে প্রভাবিত করবে না : নেতানিয়াহু শনিবার বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয় মে মাসে দেশে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে ডাসারে শিশু খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শরবত বিতরণ কর্মসূচি ঢাকা মহানগরী দক্ষিণের শতাধিক স্পটে জামায়াতের খাবার পানি ও স্যালাইন বিতরণ দ্বিপক্ষীয় বাণিজ্যিক বাধা দূর করতে সম্মত ভুটান ও বাংলাদেশ

সকল