০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


আলিম খান ও জাহাঙ্গির তারিন অবৈধ সুবিধা চেয়েছিলেন : ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান - ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেছেন, আলিম খান ও জাহাঙ্গির খান তারিন অবৈধ সুবিধা চেয়েছিলেন। তাদেরকে দুর্নীতি করতে না দেয়ায় তাদের সাথে মতবিরোধের সৃষ্টি হয়। বৃহস্পতিবার তিনি এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।

আলিম খান ও জাহাঙ্গির খান তারিনের সাথে মতবিরোধ সৃষ্টি হওয়ার বিষয়ে ইমরান খান বলেন, আলিম খান ও জাহাঙ্গির খান তারিনকে অবৈধ সুবিধা না দেয়ায় তাদের সাথে মতবিরোধের সৃষ্টি হয়।

বিস্তারিত বর্ণনায় পাকিস্তানের এ সাবেক প্রধানমন্ত্রী বলেন, রাভি নদীর নিকটে (অবৈধভাবে) ৩০০ একর জমি চেয়েছিলেন আলিম খান। এটা না দেয়ার কারণে তার সাথে মতবিরোধের সৃষ্টি হয়।

শিল্পপতি ও চিনিকলের মালিক জাহাঙ্গির খান তারিন অবৈধভাবে পাকিস্তানে চিনির দাম বাড়িয়ে দেন। এর ফলে সাধারণ মানুষ বিপাকে পড়ে। এ চিনি সঙ্কট সমাধানে ইমরান একটি কমিশন গঠন করেন। চিনির দাম বাড়িয়ে জাহাঙ্গির খান তারিন বিশাল অংকের মুনাফা করতে চেয়েছিলেন। কিন্তু, তারিনকে এ ধরনের অবৈধ মুনাফা বা সুবিধা ভোগ করতে দেননি ইমরান। এরপর ইমরানের শত্রু হয়ে যান জাহাঙ্গির খান তারিন।

এ বিষয়ে ইমরান খান বলেন, চিনি সঙ্কট নিয়ে তারিনের সাথে তার দ্বন্দ্ব শুরু হয়। এরপর ইমরান (চিনির মূল্য ও সরবরাহ সঙ্কট নিয়ে) একটি কমিশন গঠন করেন। এরপরই জাহাঙ্গির খান তারিনের সাথে মতবিরোধের সৃষ্টি হয়। এখন তারিন দেশের সবচেয়ে বড় ডাকাতদের (শাহবাজ শরিফ, জারদারি, মরিয়ম, বিলাওয়াল) পাশে দাঁড়িয়েছেন।

সূত্র : জিও নিউজ


আরো সংবাদ



premium cement
নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ'লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি হাসপাতালের উদ্দেশে রওনা হলেন খালেদা জিয়া বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা না বন্ধ, সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি সকল দল-মতের মানুষকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের শফিউল বারী বাবুর জন্মদিনে পানি ও স্যালাইন বিতরণ করল তার দুই শিশু সন্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ : আফগান দলে ছয় অলরাউন্ডার কপ-২৯ সম্মেলনে জলবায়ু সহনশীলতা অ্যাডভোকেসি জোরদার করবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও নির্যাতন বন্ধের দাবি বিএফইউজে-ডিইউজের সব আদালতে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করা হবে : প্রধান বিচারপতি ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর আক্রমণ ন্যক্কারজনক : স্বাস্থ্যমন্ত্রী

সকল