০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


এবার পশ্চিমবঙ্গে তাঁবু গেড়েছে কেজরিওয়ালের আপ, চাপে তৃণমূল-বিজেপি?

মালদায় ঘটা করে চলছে সদস্য সংগ্রহ অভিযান। - ছবি : হিন্দুস্থান টাইমস

পাঞ্জাব জয়ের পর এবার কি পশ্চিমবঙ্গে থাবা বসাবে দিল্লির শাসক দল আম আদমি পার্টি (আপ)? বড় প্রশ্ন উঠতে শুরু করেছে ইতোমধ্যেই। এবার সাদা টুপির উপস্থিতি দেখা যাচ্ছে মমতার পশ্চিমবঙ্গেও। সাথে ঝাড়ু (আপের প্রতীক) তো রয়েছেই।

আপের সদস্য সংগ্রহ অভিযানও শুরু হয়ে গেছে। মালদায় তো একেবারে ঘটা করে তাঁবু খাটিয়ে চলছে সদস্য সংগ্রহ অভিযান। এমনকি কিছুটা বিজেপির ঢঙে মিসড কল দিয়েও সদস্য সংগ্রহ অভিযান চলছে পশ্চিমবঙ্গে।

মালদার রথবাড়ি এলাকায় পোস্টারও পড়েছে আপের নামে। অরবিন্দ কেজরিওয়ালের ছবিও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়।

এদিকে ভারতের জাতীয় রাজনীতিতে একাধিকবার দেখা গেছে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পর্ক যথেষ্টই ভালো। কিন্তু সদ্যই শেষ হওয়া পাঞ্জাব নির্বাচনে জয়লাভের পর এবার ক্রমেই তৃণমূলের চক্ষুশূল হয়ে উঠেছে আপ।

আপের মালদা জেলার সভাপতি অনিমেষ সাহা বলেন, আমরা সৎ রাজনীতি করতে চাইছি। পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রার্থী দেব গোটা পশ্চিমবঙ্গে। দিল্লির ব্যবস্থার সাথে পশ্চিমবঙ্গের তুলনাই হয় না। দিল্লিতে কাজ হয়েছে। শুধু মুখে নয়, কাজে করে দেখিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আমাদের সংগঠন মজবুত করার জন্য আমরা সদস্য সংগ্রহ অভিযান চালাচ্ছি।

এনিয়ে মালদার তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন, অভিবাসী দল এরা। এতে লাভ হবে না। ক্ষমতার থাকবে তৃণমূলই।

মালদার বিজেপি বিধায়ক গোপাল সাহা বলেন, ভোট এলেই আঞ্চলিক দলগুলো এমন করে। এতে কিছু যায় আসে না। আগামীতে বিজেপি ক্ষমতায় আসবে। আপ কোনো ফ্যাক্টর নয়।

সূত্র : হিন্দুস্থান টাইমস


আরো সংবাদ



premium cement
বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা না বন্ধ, সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি সকল দল-মতের মানুষকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের শফিউল বারী বাবুর জন্মদিনে পানি ও স্যালাইন বিতরণ করল তার দুই শিশু সন্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ : আফগান দলে ছয় অলরাউন্ডার কপ-২৯ সম্মেলনে জলবায়ু সহনশীলতা অ্যাডভোকেসি জোরদার করবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও নির্যাতন বন্ধের দাবি বিএফইউজে-ডিইউজের সব আদালতে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করা হবে : প্রধান বিচারপতি ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর আক্রমণ ন্যক্কারজনক : স্বাস্থ্যমন্ত্রী নারীর বিরুদ্ধে সহিংসতা : অস্ট্রেলিয়ায় পর্ন সাইটেও নজরদারি গাজা যুদ্ধে আরো ৩৩ জনের মৃত্যু : নিহতের সংখ্যা ৩৪ হাজার ৫৬৮

সকল