০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তালেবানের সাথে আলোচনা শুরু করবে

যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তালেবানের সাথে আলোচনা শুরু করবে-কাতার-ইসলামিক স্টেট-পাকিস্তানে তালেবান
যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তালেবান কর্তৃপক্ষের সাথে আলোচনা শুরু করবে - ছবি : সংগৃহীত

উপসাগরীয় দেশ কাতারের রাজধানী দোহায় তালেবানের সাথে ফের আলোচনা শুরু করবে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে ওই আলোচনা শুরু হবে। সেখানে অন্যান্য বিষয়ের মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও আফগানিস্তানের মানবিক সঙ্কট নিয়ে আলোচনা করা হবে। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস মঙ্গলবার জানান, আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি টম ওয়েস্ট যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। দু’সপ্তাহ ধরে এ আলোচনা করার পরিকল্পনা রয়েছে। উভয় পক্ষ ‘আমাদের গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ নিয়ে আলোচনা করবে।’

এসব স্বার্থের মধ্যে আছে ইসলামিক স্টেট, আল-কায়েদার বিরুদ্ধে উগ্রবাদ দমন অভিযান ও মানবিক সহযোগিতা। এছাড়া আফগানিস্তানের বিধ্বস্ত অর্থনীতি ও ২০ বছরের যুদ্ধ চলাকালে সেখানে যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করা আফগান ও মার্কিন নাগরিকদের নিরাপদে আফগানিস্তানের বাইরে সরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করবে।

দু’সপ্তাহ আগে পাকিস্তানে তালেবানের প্রতিনিধি দলের সাথে সাক্ষাত করেন ওয়েস্ট। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয়ার পর আগস্টে দেশটির ক্ষমতা লাভ করে তালেবান।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement