২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আদালতেই গ্রেফতার বিয়ে করতে আসা মুসলিম যুবক, মেয়েটির করুণ চিৎকারে হতবাক কোর্ট চত্বর

- ছবি : সংগৃহীত

ভারতের চণ্ডীগড় থেকে উত্তরপ্রদেশের আলিগড় আদালতে ভিন্ন ধর্মের এক তরুণীকে বিয়ে করতে এসেছিলেন এক মুসলিম যুবক। কিন্তু আদালতে ঢোকার আগেই তাকে গ্রেফতার করে আলিগড় পুলিশ।

যুবকটিকে একরকম টেনেহিঁচড়ে মেয়েটির থেকে আলাদা করে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময়ে দুই নারী পুলিশের হাতে আটক পাত্রীটি চিৎকার করে বলতে থাকেন, ‘আমি নাবালিকা নই। ওর সঙ্গে আমার সম্পর্ক আছে, ওকে আমি ভালবাসি, ও আমার প্রাণ।’ কোর্ট চত্বরে দাঁড়িয়ে থাকা জনতা পুলিশের ভূমিকায় হতবাক হয়ে যায়।

এই ঘটনা সামনে আসে এক ভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিকের করা টুইটে। তার টুইট করা ভিডিওতেই পাত্রী মেয়েটির করুণ চিৎকারের দৃশ্য ধরা পড়েছে। দেরি না করে আসরে নেমে পড়েছে আলিগড় পুলিশ।

সাংবাদিকের টুইটারের জবাবে আর একটি ভিডিও পোস্ট করা হয়েছে তাদের পক্ষ থেকে। সেই ভিডিওতে আলিগড় সিভিল লাইন সার্কল অফিসার অনিল সামানিয়া জানাচ্ছেন, চণ্ডীগড় থেকে ওই যুবতীকে নিয়ে পালিয়েছে মুসলিম যুবক। এ বিষয়ে একটি অভিযোগও দায়ের হয়েছে তাই চণ্ডীগড়ের পুলিশ তদন্ত করতে আলিগড় আসছে। এও জানানো হয়েছে যুবকটি চণ্ডীগড়ে এক কাপড়ের দোকানে কাজ করেন।

এই মুহূর্তে বিজেপি-শাসিত রাজ্যগুলো, বিশেষ করে উত্তরপ্রদেশে ভিন্ন ধর্মে বিয়ে এবং ধর্ম-পরিবর্তন রোধে ব্যাপক সক্রিয় হয়েছে প্রশাসন। শুধুমাত্র বিয়ের জন্য ধর্ম-পরিবর্তন করলে তাকে বৈধ মানা হবে না, উপরন্তু শাস্তি হবে। ধর্মান্তকরণের ন্যায্য কারণ দর্শিয়ে অনেক আগে জেলা প্রশাসনের কাছে আবেদন করতে হবে।

কিন্তু ধর্ম-পরিবর্তন না করলে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী কোনো সমস্যা হওয়ার কথা নয়, যদি না বাল্যবিবাহ বা জোর করে বিয়ের ঘটনা ঘটে। তাই এক্ষেত্রে কেন গ্রেফতার হলেন মুসলিম যুবকটি সেটাই জানা যায়নি।

সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement