২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

মণিপুরে বিপাকে বিজেপি, ৯ জন বিধায়ক কংগ্রেসে!

মণিপুরে বিপাকে বিজেপি, ৯ জন বিধায়ক কংগ্রেসে! - ছবি : সংগৃহীত

ভারতের মণিপুর রাজ্যে বিজেপি-জোট সরকারের সময় একটুও ভালো যাচ্ছে না ৷ সে রাজ্যের বিজেপি সরকারের অন্দরে শুরু হয়েছে নতুন সংখ্যার লড়াই ৷ এন বিরেন সিংয়ের নেতৃত্বে মণিপুরের সরকার পুরোপুরি বিপাকে পড়েছে পর পর দল এবং মন্ত্রিসভা থেকে বিধায়কদের পদত্যাগ করার ঘটনায় ৷

ইতিমধ্যেই টি থাংজালম হাওকিপ, স্যামুয়েল জেন্দাই ও এস সুভাষচন্দ্র বোস বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন এবং যোগ দিয়েছেন কংগ্রেসে ৷

মণিপুরে বিজেপি জোটের শরিকরা সমর্থন ছাড়ছেন। ইতিমধ্যে বিজেপির তিন বিধায়ক দল ছেড়েছেন। তাঁরা যোগ দিয়েছেন কংগ্রেসে। এনপিপি বিধায়করাও একের পর এক পদত্যাগ করেছেন । অন্যদিকে, অন্য ৩ মন্ত্রীও পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে ৷ সঙ্গে মণিপুরের তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক ও নির্দলীয় বিধায়কও সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছেন ৷

মণিপুরে যে বিধায়কেরা পদত্যাগ করেছেন, তারা হলেন-

১) টি থাংজালম হাওকিপ -বিজেপি ২) স্যামুয়েল জেন্দাই - বিজেপি ৩) এস সুভাষচন্দ্র বোস -বিজেপি ৪) ওয়াই জয় কুমার- এনপিপি ৫) লেটপাও হাওকিপ- এপিপি ৬) এন কাইসি- এনপিপি ৭) এল জয়ন্তকুমার সিং- এনপিপি ৮) টি রবীন্দ্র - তৃণমূল কংগ্রেস ৯) আসাব উদ্দিন -আইএনডি।

সূত্র : নিউজ ১৮

 


আরো সংবাদ



premium cement