২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রোহিঙ্গা নির্যাতন : সু চি ও সেনাপ্রধানের বিরুদ্ধে আর্জেন্টিনায় মামলা

অং সান সু কি - ছবি : রয়টার্স

রোহিঙ্গা নির্যাতনের অভিযোগে মিয়ানমারের ডি ফ্যাক্টো নেতা অং সান সু চি এবং দেশটির সেনাপ্রধানসহ বাহিনীর বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

আর্জেন্টিনার একটি আদালতে মামলাটি হয় বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

খবরে বলা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটি যে নৃশংস অপরাধ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই মামলা।

স্থানীয় সময় বুধবার মামলাটি করেছে রোহিঙ্গা ও ল্যাটিন আমেরিকার মানবাধিকার সংস্থা।

সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর মানুষদের গণহত্যা ও ধর্ষণের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করতে যে নিধন অভিযান চালানো হয়েছিল তার বিচার চেয়ে আর্জেন্টিনার ‘ইউনিভার্সাল জুরিসডিকশনের’ নীতিতে মামলাটি দায়ের করা হয়েছে।

২০১৭ সালের আগস্টে বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে, ধর্ষণ ও হত্যা করে জাতিগত নিধন অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। তখন বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ১০ লাখ রোহিঙ্গা। তারা এখনো তাদের জন্মভূমিতে ফিরতে পারেনি।


আরো সংবাদ



premium cement