০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


উত্তেজনার মাঝেই রাষ্ট্রদূতকে ডেকে নিয়েছে পাকিস্তান

সোহেল মাহমুদ - ছবি : সংগৃহীত

কাশ্মিরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর ওপর সাম্প্রতিক আত্মঘাতী হামলার প্রেক্ষিতে ভারত-পাকিস্তানের সম্পর্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সর্বশেষ পদক্ষেপ হিসেবে দিল্লি থেকে নিজেদের হাইকমিশনারকে দেশে ফেরত নিয়ে গেছে ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল টুইটারে এ বিষয়ে জানান, ভারতে পাকিস্তানের রাষ্ট্রদূতকে আলোচনার জন্য ফিরে আসতে বলা হয়েছে। এর প্রেক্ষিতে সোমবার সকালেই সোহেল মাহমুদ দিল্লি ছাড়েন। পুলওয়ামার হামলার পরপরই পাকিস্তানে নিযুক্ত ভারতের হাইকমিশনার অজয় বিসারিয়াকে দিল্লিতে ডেকে পাঠানো হয়। তার পরই পাক রাষ্ট্রদূত সোহেল মামুদকে ডেকে পাঠিয়ে হামলার কড়া নিন্দা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে।

গত বৃহস্পতিবার চালানো ওই হামলায় সিআরপিএফের ৪৪ জন সদস্য নিহত হয়। আহতের সংখ্যাও শ-খানেক। হামলার কিছুক্ষণ পরই এর দায় স্বীকার করে সশস্ত্র সংগঠন জয়েশ-ই-মোহাম্মদ।


আরো পড়ুন : কাশ্মিরে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪

নয়া দিগন্ত অনলাইন ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৬

ভারত অধিকৃত কাশ্মিরে বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) গাড়ি লক্ষ্য করে চালানো আত্মঘাতি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪-এ পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪১ জন।

এর আগে কাশ্মিরে উরির সেনাঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় ১৯ জন সেনার মৃত্যুর পরে পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। ভোটের রাজনীতিতেও বিষয়টির অনেক প্রচার করে বিজেপি পক্ষ।

কিন্তু বৃহস্পতিবার মোদী সরকারের শেষ মুহূর্তে এসে কাশ্মিরে আরও বড় মাপের হামলার শিকার হয় দেশটির নিরাপত্তা বাহিনী। পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ে গাড়িবোমা হামলায় হতাহতের সংখ্যা ৮৫তে গিয়ে ঠেকেছে।

জম্মু-কাশ্মির পুলিশের ডিএসপি অমিত কুমার জানান, বৃহস্পতিবার ৭৮টি গাড়ির সিআরপি কনভয় জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল। বাস, ট্রাক ও এসইউভি মিলিয়ে ২৫৪৭ জন সদস্য ছিলেন তাতে। দুপুর সাড়ে ৩টার দিকে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে অন্তত ৩৫০ কিলোগ্রাম বিস্ফোরক ঠাসা একটি স্করপিয়ো কনভয়ের দু’টি বাসে ধাক্কা মারে। প্রবল বিস্ফোরণের পরে একটি বাসে আগুন ধরে যায়। বিস্ফোরণের পরে সিআরপি সদস্যদের লক্ষ্য করে গ্রেনেড ও গুলি চালায় জঙ্গিরা।

জম্মু-কাশ্মির পুলিশের প্রধান দিলবাগ সিংহ জানিয়েছেন, তুষারপাতের কারণে গত তিন দিন ধরে বন্ধ ছিল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। ফলে যেখানে সাধারণত একটি কনভয়ে ১ হাজার জওয়ান যাওয়ার কথা, সেখানে এই কনভয়ে ২৫৪৭ জন জওয়ান ছিলেন।

একটি গোয়েন্দা সূত্রের দাবি, কাশ্মিরে আইইডি বিস্ফোরণের সম্ভাবনা নিয়ে ৮ ফেব্রুয়ারি সতর্ক করা হয়েছিল সিআরপিএফকে। কিন্তু বাহিনী তাতে গুরুত্ব দেয়নি। হামলার পর এ বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। শুক্রবার কাশ্মিরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।

এ হামলার দায় স্বীকার করেছে জয়েশ-ই-মোহাম্মদ। উরির হামলাতেও তারাই জড়িত ছিল। জয়েশের মুখপাত্র মুহাম্মদ হাসান দাবি করেন, আদিল আহমেদ ওরফে ওয়াক্কাস নামে তাদের এক আত্মঘাতি সদস্য এ হামলা চালিয়েছে।

হামলার কয়েক মিনিট আগে তোলা ওয়াক্কাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে জয়েশের কয়েকটি হামলার কথা ফলাও করে বলে ওয়াক্কাস জানিয়েছে, এ ভিডিও যখন সকলে দেখবেন, তখন আমি বেহেশ্তে। পুলিশ জানিয়েছে, পুলওয়ামার বাসিন্দা ওয়াকাস গত বছর জয়েশ-ই-মোহাম্মদে যোগ দিয়েছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করে, পাকিস্তান সরকার তাদের মাটি থেকে জয়েশ-ই-মোহাম্মদকে সন্ত্রাসী কার্যক্রম চালাতে দিচ্ছে।

এর জবাবে বৃহস্পতিবার রাতেই পুলওয়ামার এ হামলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ঘটনাটিকে ‘গভীর উদ্বেগের বিষয়’ বলে অভিহিত করে পাকিস্তান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তারা সব সময়েই কাশ্মির উপত্যকায় সব ধরনের হিংসার নিন্দা করে আসছে।

একই সঙ্গে পাকিস্তান বলেছে, ‘কোনো তদন্ত ছাড়াই ভারত সরকার এবং ভারতের সংবাদমাধ্যম যেভাবে পুলওয়ামার ঘটনার সঙ্গে পাকিস্তানের নাম জড়ানোর চেষ্টা করছে, আমরা দৃঢ়ভাবে সেই অভিযোগ অস্বীকার করছি।’

সূত্র : আল জাজিরা, গার্ডিয়ান


আরো সংবাদ



premium cement
নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ'লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি হাসপাতালের উদ্দেশে রওনা হলেন খালেদা জিয়া বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা না বন্ধ, সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি সকল দল-মতের মানুষকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের শফিউল বারী বাবুর জন্মদিনে পানি ও স্যালাইন বিতরণ করল তার দুই শিশু সন্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ : আফগান দলে ছয় অলরাউন্ডার কপ-২৯ সম্মেলনে জলবায়ু সহনশীলতা অ্যাডভোকেসি জোরদার করবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও নির্যাতন বন্ধের দাবি বিএফইউজে-ডিইউজের সব আদালতে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করা হবে : প্রধান বিচারপতি ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর আক্রমণ ন্যক্কারজনক : স্বাস্থ্যমন্ত্রী

সকল