২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


এ আর রহমানকে নিয়ে কী বললেন মেয়ে খাতিজা

অস্কার পুরস্কার পাওয়ার ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ আর রহমান - সংগৃহীত

অস্কার পুরস্কার বিজয়ী ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালক আল্লাহরাখা রহমান। সংক্ষেপে তিনি এ আর রহমান নামেই বেশি পরিচিত। স্ল্যামডগ মিলিয়নার নামে বলিউডের একটি সিনেমার সঙ্গীত পরিচালনা করে অস্কার পুরস্কার লাভ করেন তিনি। এদিকে পুরস্কার লাভের ১০ বছর পূর্তিতে পিতা এ আর রহমানের প্রশংসা করেছেন কন্যা খাতিজা রহমান।

অস্কার পুরস্কার প্রাপ্তির ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পিতা এ আর রহমানকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কন্যা খাতিজা রহমান। বাবার উদ্দেশে তিনি বলেন,‘যদিও সারা বিশ্ব তোমাকে সঙ্গীত ও অসংখ্য পুরস্কারের জন্যে চেনে, তবে আমার কাছে তোমার নম্রতা ও মূল্যবোধ সবচেয়ে বেশি দামি। তোমার জন্যে আমার অনেক ভালোবাসা আর সম্মান। অস্কার পাওয়ার পরেও তোমার মধ্যে বিন্দুমাত্র কোনো পরিবর্তন আসেনি। একটাই মাত্র পরিবর্তন এই ১০ বছরে নজরে এসেছে... তোমার হাতে এখন সময় খুব কম থাকে... তাই আমাদের সাথে বেশি সময় কাটাতে পারো না। তবে সেটা কাটিয়ে ওঠার জন্য এখন আমাদেরকে নিয়ে মাঝে মধ্যেই ছোট পরিসরে ভ্রমণে বের হয়ে যাও। তোমার মহানুভবতা আমাকে মুগ্ধ করে। এমন অনেক সমাজসেবামূলক কাজ তুমি প্রতিদিন করে থাকো, যার খবর দুনিয়া তো দূরের কথা, আমরাও জানতে পারি না।’

অনুষ্ঠানে নিজের সন্তান ও উপস্থিত যুবকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য পিতা এ আর রহমানকে অনুরোধ করেন খাতিজা রহমান।

কন্যার এই আবদারে আবেগপ্রবণ হয়ে পড়েন এ আর রহমান। কিছুক্ষণ চুপ থেকে এ আর রহমান বলেন,‘আমি সাধারণত কাউকে খুব একটা পরামর্শ দেই না। যখন তোমরা তিনজন বড় হচ্ছিলে তখন আমি কেবল একটি বিষয়ই নিশ্চিত করতে চেয়েছি। আর তা হল, আমার মা আমাকে যেসব শিক্ষা দিয়েছিলেন, সেগুলোও তোমাদেরকে পরিপূর্ণভাবে শেখানো। এখন সময় এসেছে নিজের মন ও বিবেককে অনুসরণ করার। সর্বশক্তিমান আল্লাহর নিকট প্রার্থনা করতে হবে এবং তিনিই তোমাদের সহায় হবেন। আমি মনে করি জীবন পরিচালনা করতে বিবেক সবচেয়ে বড় গাইড হিসেবে কাজ করে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলজার, সুখবিন্দর সিং, ইলা অরুণ, মহালক্ষ্মী আইয়ার, বিজয় প্রকাশ এবং অনিল কাপুর। তবে কোনো অভিজাত হোটেলে নয়, এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল ধারাভির বস্তি অঞ্চলে।


আরো সংবাদ



premium cement
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইউক্রেনকে প্যাট্রিয়ট দেবে যুক্তরাষ্ট্র আইনগত সহায়তা পাওয়া করুণা নয় অধিকার : আইনমন্ত্রী টিউবওয়েলের পানি খেয়ে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা অসুস্থ নারী আম্পায়ার নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আসলে কী ঘটেছিল? কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই : প্রাণিসম্পদমন্ত্রী আশুলিয়ায় নারী পোশাকশ্রমিক নিহত, স্বামী গ্রেফতার জাতিসঙ্ঘের ত্রাণকর্মীদের বিরুদ্ধে ইসরাইলি অভিযোগ প্রত্যাখ্যান ৭ খুন মামলার রায় কার্যকরের দাবি পরিবার ও আইনজীবীদের জামালপুরে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে লা লিগায় শীর্ষ চারের আরো কাছাকাছি এ্যাথলেটিকো ও জিরোনা নাগরপুরে ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সকল