০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


রিওতেও ব্যর্থ শ্যুটারদের গন্তব্য এখন জার্মানি

-

‘বারবার হতাশার খবর শুনতে আর ভালো লাগে না। এবারও অল্পের জন্য প্যারিস অলিম্পিক গেমসের কোটা প্লেস হলো না।’ ভারী কণ্ঠে কথাগুলো বললেন বাংলাদেশ দলের ম্যানেজার মোস্তাক ওয়ায়েজ। এবার ব্রাজিলের রিও ডি জ্যানেইরোতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলতে গিয়েছিলেন বাংলাদেশের চার শ্যুটার। কিন্তু পুরুষ বা মহিলা কোনো শ্যুটারই জুলাইয়ে প্যারিসে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসের জন্য কোটা প্লেস করতে পারেননি। এর আগেও তারা কোটা প্লেস এর সুযোগ নষ্ট করে। এবার আশা দেখিয়েছিলেন ১০ মিটার এয়ার রাইফেলে রবিউল ইসলাম টমাস। কিন্তু মাত্র ২.৪ পয়েন্টের জন্য ফাইনালে উঠতে পারেননি। ৬২৭.৬ স্কোর করে ৩১তম হন তিনি। ৬৩০ স্কোর করে অষ্টম শ্যুটার হিসেবে ফাইনালে উঠেন ইতালির বোনাজি অ্যাডোয়ার্ড। ফাইনালে উঠলেই কোটা প্লেস হতো রবিউলের। খুবই খারাপ করেছেন জিদান হোসেন। ৬২০ স্কোর করে ৭৭তম হন তিনি। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে শায়রা আরেফিন ৬২৪.৪ স্কোর করে ৫৭ তম এবং জাফিরা খানম চৌধুরী জ্যোতি ৬২৩.১ স্কোর করে ৬৭তম হন। ১০ মিটার মিশ্র দ্বৈতে শায়রা ও রবিউল ৬২৬.১ স্কোর করে ৫২ দলের মধ্যে ২০ এবং জাফিরা ও জিদান ৬২৩.৮ স্কোর করে ৩৪ তম স্থান পান। শ্যুটিং দল গতকালই ব্রাজিল থেকে দেশে এসে পৌঁছেছে। আরো আগেই তাদের ফেরার কথা ছিল। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের দুর্যোগপূর্ণ আবহওয়া তাদের ট্রানজিটে বিলম্ব হয়।
ব্রাজিল থেকে ফিরেই ৫ সদস্যের শ্যুটিং দল আগামী মাসে জার্মানী যাবে। সেখানে অংশ নেবে বিশ্বকাপে। ব্রাজিল ফেরত দলের সাথে জার্মানগামী দলের সঙ্গী হবেন অর্নব শারার লাদিফ। উল্লেখ্য বাংলাদেশ শ্যুটিং ফেডারেশন এই ৫ জনের জন্যই প্যারিস অলিম্পিক গেমসের ওয়াইল্ড কার্ড চেয়েছে।


আরো সংবাদ



premium cement