০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


দুই হলুদ কার্ডেও ভিলার নায়ক মার্টিনেজ

-

উয়েফা কনফারেন্স লিগে মূল ম্যাচে সময়ক্ষেপণের দায়ে হলুদ কার্ড দেখেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। পরে টাইব্রেকারে শট ঠেকিয়ে লিলের দর্শকদের দিকে নানারকম অঙ্গভঙ্গি করায় প্রথম দফায় রেফারি তাকে সতর্ক করেন। প্রতিপক্ষের শট নিতে আসা ফুটবলারদের মনোযোগে বিঘ্ন ঘটাতে বিচিত্র সব কাণ্ড করায় আবার হলুদ কার্ড দেখানো হয় তাকে। নিয়ম অনুযায়ী মূল ম্যাচের হলুদ কার্ড বিবেচনায় নেয়া হয় না টাইব্রেকারের ক্ষেত্রে। দু'টি হলুদ কার্ডেও তাই লাল কার্ড দেখতে হয়নি ৩১ বছর বয়সী এই গোলরক্ষককে। পরে আরো একটি শট ঠেকিয়ে ভিলাকে জিতিয়ে উদযাপনে মেতে ওঠেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার। মার্টিনেজের নৈপুণ্যে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে একমাত্র ইংলিশ ক্লাব হিসেবে টিকে রইল অ্যাস্টন ভিলা। দিনের অন্য ম্যাচে ফেনেরবাহেকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ অলিম্পিয়াকস। ২০২১ সালে কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে তিন শট ঠেকিয়ে আলোচনায় উঠে আসেন আর্জেন্টিনার মার্টিনেজ। এরপর ২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ও ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে নায়ক হয়ে ওঠেন এই গোলরক্ষক। ইউরোপা কনফারেন্স লিগেও গত পরশু অ্যাস্টন ভিলার জয়ের নায়ক মার্টিনেজ। টাইব্রেকারে দুই শট ঠেকিয়ে ৪২ বছর পর কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার সেমিফাইনালে তুলল অ্যাস্টন ভিলাকে। সেই ১৯৮২ সালের পর কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার শেষ চারে পা রাখতে পারল ইংলিশ ক্লাবটি। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাস্টন ভিলা জিতেছিল ২-১ গোলে। দ্বিতীয় লিগে গত পরশু নিজেদের মাঠে দুই অর্ধের দু'টি গোলে সেমিফাইনালের দিকে এগিয়ে যাচ্ছিল লিলি। কিন্তু ৮৭ মিনিটে অ্যাস্টন ভিলার ম্যাটি ক্যাশ গোল করে নাটকীয়ভাবে জমিয়ে তোলেন ম্যাচ। শেষ পর্যন্ত আর গোল হয়নি। ম্যাচে ফ্রান্সের 'লিগ ওয়ান' ক্লাব লিলি অলিম্পিক স্পোর্টিং ২-১ গোলে জিতলেও দুই লেগ মিলিয়ে শেষ হয় ৩-৩ সমতায়। টাইব্রেকারে মার্টিনেজের নৈপুণ্যে ৪-৩ গোলে জিতে সেমিফাইনালে ওঠে ভিলা।
নিয়মের ফাঁকফোকরে মার্টিনেজ দুই হলুদ কার্ডে পার পেলেও সেমিতে প্রথম লেগ খেলতে পারছেন না।

 


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ইরান বাসায় ফেরার পর যা জানালেন খালেদা জিয়ার চিকিৎসক ঋণ পুনঃনির্ধারণের নিয়ম মূল্যস্ফীতিকে বাড়িয়ে তুলছে : ড. ফরাস উদ্দিন ৪ মাসে ৮৩১ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ বকেয়া বিল পরিশোধ নিয়ে সরকারের অবস্থান জানতে আগ্রহী আইএমএফ সরিষাবাড়ীতে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিল ব্র্যাক ব্যাংক সৌদি আরবের ৮০ কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : সালমান এফ রহমান ওমরার ভিসায় হজ করা যাবে না : সৌদি কর্তৃপক্ষ অবশেষে নারায়ণগঞ্জে স্বস্থির বৃষ্টি অবশেষে ঢাকায় একপশলা স্বস্তির বৃষ্টি

সকল