০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


ইরফানের সেঞ্চুরি

-

ঢাকা প্রিমিয়ার লিগে ক্যারিয়ার সেরা ইনিংসে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে লড়াইয়ের পুঁজি এনে দিলেন ইরফান শুক্কুর। দশ নম্বরে নেমে আব্দুল হালিম ফিফটি করলেও বড় পরাজয় এড়াতে পারল না লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপির ৩ নম্বর মাঠে ৬৭ রানে জিতেছে শাইনপুকুর। ২৫৭ রানের লক্ষ্যে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রানের বেশি করতে পারেনি রূপগঞ্জ। প্রাথমিক পর্বে ৮ জয়ে দুই নম্বরে থেকে সুপার লিগ শুরু করবে শাইনপুকুর। ৬ জয়ে ১২ পয়েন্ট পাওয়া রূপগঞ্জের সুপার লিগের টিকেট অনিশ্চিত।
শাইনপুকুরের ইরফান শুকুর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন (১০৬)। ছিলেন অপরাজিত।
টানা ১১ জয়ে শীর্ষে আবাহনী
টানা ১১ জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্ব শেষ করল আবাহনী লিমিটেড। লিগের প্রথম পর্বে নিজেদের ১১তম ও শেষ ম্যাচে আবাহনী ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। এ জয়ে লিগের প্রথম পর্বে ১১ ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। ১১ ম্যাচে ৮ জয় নিয়ে সুপার লিগে খেলবে শেখ জামাল এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আজ নিজেদের শেষ ম্যাচে জিততে পারলে আট জয় নিয়ে সুপার লিগে খেলবে মোহামেডানও।
মিরপুরে আবাহনী বোলারদের তোপে ২২.৪ ওভারে মাত্র ৮৮ রানে অলআউট হয় শেখ জামাল। এ স্কোর ১০.২ ওভারে টপকে যায় আবাহনী।


আরো সংবাদ



premium cement