০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


ভারতের বিপক্ষে ভয়হীন রাকিবুলরা

-

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে একটু ব্যাকফুটেই চলে গিয়েছিল টাইগার যুবারা। পরে কানাডাকে ৮ ও আমিরাতকে ৮ উইকেটে হারিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। আজ সেমিফাইনালে উঠার লড়াইয়ে প্রতিপক্ষ ভারত। গত আসরে আকবর আলী বাহিনী এই ভারতকে হারিয়েই যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল। বর্তমান অধিনায়ক রকিবুল ফের ভারতকে হারিয়ে সেমিফাইনালে উঠতে চান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় অ্যর্ন্টিগুয়ায় হবে ম্যাচটি। সেমিতে উঠলে বাংলাদেশের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান। যে ম্যাচটি হবে ২ ফেব্রুয়ারি। এর আগে সেমি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও আফগানিস্তান।
ভারতের বিপক্ষে ভয়ডরহীন এবং ইতিবাচক ক্রিকেট খেলার ঘোষণা দিলেন বাংলাদেশ যুব অধিনায়ক রকিবুল হাসান। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় রকিবুল বলেছেন, ‘আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। পাঁচ-ছয় দিনের একটা গ্যাপ পেয়েছি। অনুশীলন ভালোই হয়েছে। ম্যাচ পরিস্থিতিতেও অনুশীলন করেছি। মানসিকভাবে সকলেই খুব ভালো আছে। জানান গত দুই ম্যাচে ব্যাটাররা রান করেছে, বোলাররা ভালো বোলিং করেছে। তাই নিজেদের স্কিলের ওপর আত্মবিশ্বাস আছে। চেষ্টা থাকবে, নিজেদের পরিকল্পনা মাঠে শতভাগ প্রয়োগ করার।’
ভারতও কম শক্তিশালি নয়। গ্রুপ পর্বে সাউথ আফ্রিকাকে ৪৫ রানে, আয়ারল্যান্ডকে ১৭৪ রানে ও উগান্ডাকে ৩২৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে উঠে। গত বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারলেও গত পাঁচ দেখায় ভারত জিতেছে তিনবার, বাংলাদেশ একবার ও একটি ম্যাচ ফল হয়নি। ২০২১ সালে ৩০ ডিসেম্বর ১০৩ রানে, ২০১৯ সালে ১৪ সেপ্টেম্বর পাঁচ রানে ও ২০১৯ সালে ১১ আগস্ট ছয় উইকেটে বাংলাদেশকে হারায় ভারত। অথচ এই ম্যাচে মাহমুদুল হাসান জয়ে ছিল সেঞ্চুরি (১০৯)। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ তিন উইকেটে হারায় ভারতকে। ২০১৯ সালের ৭ আগস্টের ম্যাচটি বৃষ্টির কারণে ড্র হয়। ওই ম্যাচে ভারত ২৪৪ রান করেছিল। জবাবে বাংলাদেশের স্কোর ছিল ৫.৫ ওভারে ১৯/২।
ম্যাচ টেম্পারমেন্ট ভারতের অনুকূলে থাকলেও ব্যক্তিগত পর্যায়ে বোলিংয়ের দিক দিয়ে এগিয়ে বাংলাদেশ। রিপন মণ্ডল ছয় ম্যাচে ১৬ উইকেট, মুশফিক হাসান তিন ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। বিপরীতে ভারতের ভিকি সাত ম্যাচে ১৩ ও রাজ বাওয়া সাত ম্যাচে ১২ উইকেট নেন। রানের দিক দিয়ে পিছিয়ে রকিবুলরা। মাহফিজুল ১০ ম্যাচে ২৮৯, আইচ মোল্লা ২৬০। ভারতের রঘুভানসি সাত ম্যাচে ৩৩৫ ও রাজ বাওয়ার ৩০৮ রান। সে হিসেবে আজ জ্বলে উঠতে হবে টাইগার বোলারদের।
ভারতের বিপক্ষে নিজেদের অভিজ্ঞতার কথা মনে করিয়ে অধিনায়ক বলেন, তাদের সাথে আগেও কিছু ম্যাচ খেলেছি। যেমন এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচ। ওদের ওখানে গিয়েও একটা সিরিজ খেলেছি। সুতরাং তাদের স্কিল সম্পর্কে ধারণা আছে। যদি ছোট ছোট ভুলগুলো কম করি, তাহলে ভালো ফলাফল পাবো।’

 


আরো সংবাদ



premium cement