১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


সিরিজ জিতে স্বস্তিতে পাকিস্তান

-

এক বছরের বেশি সময় পর টি-২০ সিরিজ জিতেছে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও আগেই ২-০ সিরিজ জিতে নেয় পাকিস্তান। আর এই জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে পাকিস্তান দল। এমনটি জানিয়েছেন, দলের কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক।
মিসবাহ বলেন, ‘অবশ্যই আপনি জেতার জন্য খেলেন, আর এটাই সব সময় করা হয়। আমাদের স্বস্তির নিঃশ্বাস নেয়ার জন্য এ জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন বোঝা যাবে কোথায় আমাদের শক্তির জায়গা ও দুর্বলতা।’
দলের প্রধান কোচ বলেন, ‘এই জয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ, আপনি যখন ব্যাক-টু-ব্যাক সিরিজ হারবেন, টি-২০এর জন্য তা খুবই খারাপ বিষয়। তাই আমাদের আত্মবিশ্বাস ফিরে পেতে জয় গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই সিরিজে আমাদের বোলিংয়ে কৃতিত্ব দেয়া উচিতÑ তারা যেভাবে বোলিং করেছে, বাংলাদেশকে কোনো সুযোগই দেয়নি।
মিসবাহ আরো আরো বলেন, ‘সামগ্রিকভাবে এটি দুর্দান্ত পারফরম্যান্স এবং পাকিস্তান ক্রিকেটের জন্য খুবই ভালো। টি-২০ বিশ্বকাপের জন্য আমাদের এখনো অনেক সময় আছে। পিএসএল এবং আরো আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। আরো চ্যালেঞ্জ এবং কঠিন পরিস্থিতি আসবে, আমাদের নিজেদের প্রস্তুত করার জন্য।’
মিসবার কোচ হয়ে আসার পর পাকিস্তান ঘরের মাটিতে দ্বিতীয় সারির শ্রীলঙ্কান দলের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজ হারে।
পরে অস্ট্রেলিয়া সফরে হারে ২-০ ব্যবধানে (একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়)। অথচ এ বছরের শেষ দিকেই বসছে টি-২০ বিশ্বকাপ। তবে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ২-০তে সিরিজ জিতে র্যাংকিংয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রাখে দলটি।

 

 


আরো সংবাদ



premium cement
কুমিল্লায় ব্যবসায়ী হত্যায় মৃত্যুদণ্ড ৭, কারাদণ্ড ৭ সাময়িক বিনোদন চূড়ান্ত সফলতার পথে অন্তরায় : শিবির সভাপতি ঝিনাইদহের এমপি আজিমের ভারতে নিখোঁজের ব্যাপারে যা জানা গেছে রাজশাহীতে মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়ায় ২ পুলিশকে মারধর জিম সেশনে ঘাম ঝরালো বাংলাদেশ দল আশুলিয়ায় নিবন্ধন না থাকায় ২টি হাসপাতাল সিলগালা সরকারের ইচ্ছের অভাবে উচ্চ শিক্ষার মাধ্যম হিসেবে স্বদেশী ভাষা চালু হয়নি এমপির প্রভাব ও নিরাপত্তার স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা চেয়ারম্যানদের আয় বেড়েছে প্রায় ৫৫০ শতাংশ : টিআইবি জৈন্তাপুরে প্রার্থীদের প্রচারণা তুঙ্গে থাকলেও ভোটে আগ্রহ নেই ভোটারদের সিংগাইরে বিদ্যুৎস্পৃষ্টে মুদি দোকানির মৃত্যু

সকল