০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


ব্যাপক আয়োজনে মোহামেডানের দলবদল

-

নতুন ফুটবল মৌসুমকে সামনে রেখে এবার জমকালো আয়োজনে দলবদল কার্যক্রমে অংশ নেবে মোহামেডান। রাত পোহালেই দেখা যাবে মতিঝিলের রাস্তায় ঘোড়ার গাড়ি ও শোভাযাত্রা। ঘোড়ার গাড়িতে চড়ে এবং হেঁটে শোভাযাত্রায় অংশ নেবেন মোহামেডানের সাবেক ও বর্তমান খেলোয়াড়, কর্মকর্তা এবং সমর্থকরা। এদের সাথে থাকবে একঝাঁক কোমলমতি শিশু, যাদের গন্তব্য থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন। আজ ঢাকঢোল পিটিয়ে বাজনার তালে তালে ঘোড়ার গাড়িতে চড়ে শোভাযাত্রাসহ দলবদল কার্যক্রমে অংশ নিতে বাফুফে ভবনে যাবেন নতুন মৌসুমে মোহামেডানে যোগ দেয়া ফুটবলাররা। সবার গায়ে থাকবে মোহামেডানের ’৭০ দশকের ঐতিহ্যবাহী সাদাকলো কলারযুক্ত জার্সি।
জার্সি বদলাতে বদলাতে মোহামেডানের ঐতিহ্য নষ্ট করে ফেলেছিল বিভিন্ন সময়ের কর্তারা। এবার সেই ঐতিহ্য ফিরিয়ে আনতেই ’৭০ দশকের জার্সি গায়ে চড়িয়ে দলবদলে অংশ নেয়ার সিদ্ধান্ত হয়েছে। ক্লাবের রূপ, কর্মপরিধি বদলালেও মাঠের লড়াইয়ে দীর্ঘ দিন বিবর্ণ মোহামেডান। এ নিয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভের সীমা ছিল না। মোহামেডানের সাবেক ফুটবলার যারা বিভিন্ন কারণে ক্লাবে অনিয়মিত ছিলেন তাদের মধ্যেও ছিল ক্ষোভ-হতাশা। তবে ক্লাবের বর্তমান পরিবেশ বলে, তাদের সেই ক্ষোভ ও হতাশা ধীরে ধীরে মলিন হয়ে নতুন আশার ও পরিস্থিতি বদলানোর লক্ষণ দেখা যাচ্ছে। সদস্য, সাবেক খেলোয়াড়, সমর্থক ও ক্রীড়াসংশ্লিষ্টরা একাট্টা হয়েছেন মোহামেডানের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে।
ক্যাসিনো ইস্যুতে বেশ কিছু দিন সঙ্কটে থাকলেও সাবেক খেলোয়াড় ও সমর্থকদের পদচারণায় মুখর ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণ। দু’মাস আগেও যেখানে ছিল না খেলাধুলা নিয়ে আলোচনা, বর্তমানে সকাল-সন্ধ্যা সেখানেই ফুটবল-ক্রিকেট বা হকি দল নিয়ে আলোচনায় মগ্ন ক্লাব-সংশ্লিষ্ট ও সমর্থকরা। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে। নিয়মিত দেখা মিলছে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, প্রতাপ শংকর হাজরা, বাদল রায়, জনি, রিয়াজ, শফিকুল ইসলাম মানিক, কানন, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, ইমতিয়াজ আহমেদ নকিবের মতো সাবেক তারকা ফুটবলারদের। আছেন স্থায়ী সদস্য মোস্তাকুর রহমান, পরিচালক সারওয়ার হোসেন, পরিচালক ও হকি সম্পাদক সাজেদ এ এ আদেল ও আবু হাসান চৌধুরী প্রিন্সরা।
ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া নাকি কৌশলে পুরনো সংগঠক ও সাবেক খেলোয়াড়দের দূরে সরিয়ে রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। আর এতেই সাদাকালোদের ঐতিহ্য ক্রমেই হারাতে বসেছিল। ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার হওয়ার পরই সবার ঐকান্তিক প্রচেষ্টায় আসন্ন বিপিএলের জন্য একটি তারুণ্যনির্ভর দলই গঠন করেছে মোহামেডান। দ্বিতীয়বারের মতো কোচের দায়িত্ব নিয়েছেন অস্ট্রেলিয়ান শন লেন।
সাবেক তারকা গোলরক্ষক ছাইদ হাসান কানন বলেন, ‘‘ক্লাবের পরিবেশ দেখে এখন মনে হয় প্রতিদিনই যেন ‘চানরাত’। সঙ্কটের সময় সব সাবেক খেলোয়াড়, সংগঠক ও সমর্থকরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন এক কথায় তা অসাধারণ।’
অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান বলেন, ‘মোহামেডানে এখন খেলাধুলার পরিবেশ ফিরে এসেছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়েছেন ক্লাবের ঐতিহ্য ফিরিয়ে আনতে। আমরা যখন দলগঠন করার পরিকল্পনা হাতে নিয়েছি তখন তেমন তারকা খেলোয়াড় ছিল না। চেষ্টা করেছি তারুণ্যনির্ভর দল গড়তে। ভালো মানের পাঁচ বিদেশী থাকছে। গত মৌসুমের মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে ও জাপানি মিডফিল্ডার উরু নাগাতার সাথে এবার নাইজেরিয়ার দু’জন ও মালির আরেক ফুটবলার দেখা যাবে মোহামেডানে। অস্ট্রেলিয়ান কোচ শন লেন যোগ দিয়েছেন। আগামীকাল (আজ) বিকেলে দলবদলে অংশ নেবে মোহামেডান। ’৭০ দশকে জাকারিয়া পিন্টু-প্রতাপ শংকর হাজরারা যে জার্সি গায়ে মাঠ মাতাতেন সেই ঐতিহ্যবাহী কলারযুক্ত সাদাকালো শার্ট পরে ঘোড়ার গাড়িতে চড়ে দলবদলে আসবে খেলোয়াড়রা।’
সাবেক ফুটবলার ও ক্লাবের স্থায়ী সদস্য বাদল রায় বলেন, ‘মোহামেডানের পরিবেশ এখন ক্রীড়াবান্ধব। সঙ্কটের সময় সবাই একাট্টা হয়েছি ক্লাবের ঐতিহ্য ফিরিয়ে আনতে। লিগকে সামনে রেখে ইতোমধ্যে দলও গুছিয়ে ফেলেছি। এবারের দল নিয়ে আশাবাদী।’

 


আরো সংবাদ



premium cement
ভূমধ্যসাগরে নৌকাডুবি : ঢাকায় পৌঁছেছে ৮ বাংলাদেশীর লাশ মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নই আ’লীগের মূল লক্ষ্য : কাদের স্বাধীনতা ভোগেরও একটি সীমাবদ্ধতা থাকে : প্রধান বিচারপতি রাঙ্গামাটিতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৭ ঈশ্বরদীতে তাপমাত্রা ৪১ ডিগ্রি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে পাকিস্তান দলে ফিরলেন রউফ-হাসান স্বস্তি নেই চুয়াডাঙ্গায়, তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরেই থাকছে গোয়ালন্দে একসাথে ৪৫টি সাপ মারার পর এলাকায় আতঙ্ক যুক্তরাষ্ট্রের ভার্সিটি ক্যাম্পাসগুলোতে গ্রেফতার, উচ্ছেদ অভিযান অব্যাহত

সকল