১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলকদ ১৪৪৫
`


বাচ্চারা তোমরা খেলাধুলায় এসো না : জিমি নিশাম

-

‘বাচ্চারা তোমরা খেলাধুলায় এসো না। বেকারি অথবা অন্য কিছু শুরু করো। ষাট বছর বয়সে খুশি ও মোটা অবস্থায় মারা যাও,’ ম্যাচ শেষে টুইটারে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। টুইটারে এমন নানা ধরনের কথাবার্তার জন্য বেশ সমাদৃত তিনি।
ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর নিশাম লেখেন, ‘এটা আসলেই কষ্টকর। আশা করি আগামী এক দশকে হয়তো এক বা দুই দিন পাব যখন আমার মনে এই খেলার শেষ আধা ঘণ্টার কথা মনে আসবে না। ইংল্যান্ডকে অভিনন্দন, তারা যোগ্য।’
ক্রিকেটের প্রতি মাঝেমধ্যেই নিজের অনাগ্রহ প্রকাশ করে থাকেন তিনি। ক্রিকেট খেলার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা জলবায়ুু পরিবর্তন বিষয়ে টুইটারে প্রায়ই মতামত দেন নিশাম। এমনকি এই বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার যাত্রার মধ্যে বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষাও দিয়েছেন তিনি।
ক্রিকেট নিয়ে নিজের হতাশার কথা জানান নিশাম, ‘ক্রিকেটে আপনি ১০ হাজার বল অনুশীলন করে মাঠে নামবেন এরপর দেখা যাবে, প্রথম বলেই ক্যাচ তুলে আউট হয়ে গেলেন, তখন মনে হয় সব কষ্ট বৃথা।’ বিশ্বকাপের এই ফাইনাল ম্যাচ নিয়ে অনেকেই টুইট করেছেন। যুবরাজ সিং তো বলেই দিয়েছেন এই নিয়ম তিনি মানেন না। তিনি লিখেছেন, ‘আমি এই নিয়ম মানি না! কিন্তু নিয়ম তো নিয়মই, অভিনন্দন ইংল্যান্ডকে শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ের জন্য, আমার হৃদয় কিউইদের জন্য যারা শেষ পর্যন্ত লড়াই করেছেন।’
‘দুর্দান্ত খেলা ও মহাকাব্যিক ফাইনাল,’ টুইটারে এভাবেই নিজের মনের ভাব প্রকাশ করেন যুবরাজ সিং। পাকিস্তানের সাবেক পেস বোলার শোয়েব আখতার বলেছেন, ‘বিশ্বকাপ ফাইনাল হিসেবে এটা অবিশ্বাস্য, মনে হচ্ছে ট্রফি ভাগাভাগি হয়েছে, ম্যাচ টাই, সুপার ওভার টাই, বেশি বাউন্ডারি মেরে জিতল ইংল্যান্ড, লর্ডসে দারুণ এক দৃশ্যপট।’ কিংবদন্তি ব্যাটসম্যান, শচিন টেন্ডুলকার টুইটারে বেন স্টোকস ও কেইন উইলিয়ামসনের প্রশংসা করেন।


আরো সংবাদ



premium cement
এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ফারজানা মিসরের প্রিমিয়াম রেড সি এলাকা কেনার প্রস্তাব দিলো সৌদি মক্কা-মদিনা দেখতে উৎসুক ফিলিপাইনের হজযাত্রীরা কালীগঞ্জে লড়ি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ভারতকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের নাইকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ইরানের চাবাহার বন্দর পরিচালনার জন্য ১০ বছরের চুক্তি ভারতের ‘ভেবেছিলাম কলিজার টুকরাকে ফেরত পাবো না’ বড়াইগ্রামে বাড়িতে মুরগি যাওয়ায় নারীকে হত্যার চেষ্টা ডোলান্ড লু’র সফরকে কেন্দ্র করে কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন : রিজভী দীর্ঘ অপেক্ষার অবসান, নাবিকদের কাছে পেয়ে কেঁদে ফেলেন স্বজনরা

সকল