কালীগঞ্জে লড়ি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
- ১৪ মে ২০২৪, ১৮:২৫
গাজীপুরের কালীগঞ্জে লড়ি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দু’জন আহত হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের ভাদারতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ (৩৪) নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকার হাশেম মিয়ার ছেলে এবং নির্মাণশ্রমিক।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, দুপুরে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাসসড়কের ভাদারতী এলাকায় সিমেন্টবাহী লড়ির সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল-আরোহী আব্দুল হামিদের মৃত্যু হয়। এছাড়া মোটরসাইকেলের চালক এবং অপর আরোহী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং মোটরসাইকেল ও লড়ি জব্দ করে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম প্রতিবেদককে জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেল ও লড়ি জব্দ করে লড়িচালককে আটক করা হয়েছে।
এ বিষয়ে আইনাগত ব্যবস্থাগ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা