২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


জেমি ডে পরিকল্পনায় কঠোর পরিশ্রম : ভিন্ন মত খেলোয়াড়দের

-

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ জেমি ডে। ইংলিশ এই কোচ গতকাল সকালে বিকেএসপিতে শিষ্যদের সঙ্গে যোগ দিয়েছেন। অনুশীলন দেখলেন জাতীয় দলের। তিনি চাচ্ছেন কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ একটি ভালো দল হিসেবে গড়ে উঠুক। আর খেলোয়াড়রাও নতুন পরিকল্পনায় একাত্মতা প্রকাশ করেছেন। তবে কঠোর পরিশ্রমের বিষয়টি ভিন্ন মত পোষণ করেছেন খেলোয়াড়রা।
স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজের কথায়, ‘আজ (গতকাল) সকালে কোচ দেখেছেন আমাদের অনুশীলন। কোচ কঠোর পরিশ্রমে বিশ্বাস করেন। আপাতত দুই-এক দিন তিনি আমাদের দেখবেন, সবার সঙ্গে কথা বলবেন। তারপর মাঠে নেমে পড়বেন। আমরাও প্রস্তুত আছি। তার পরিকল্পনার সঙ্গে খাপ খাইয়ে নিতে চাই।’
ইংলিশ কোচ তার পরিকল্পনা অনুযায়ী এগোতে চান। জাতীয় দলের ডিফেন্ডার মামুন মিয়া জানান, ‘আমরা ভালো কিছুর অপোয় আছি। মাঝে গ্যাপ পড়েছে। একেক কোচের একেক পরিকল্পনা থাকে। নতুন কোচ কঠোর পরিশ্রমের কথা বলেছেন, তবে এটা নির্ভর করছে কার কতটুকু সামর্থ্য আছে। আসলে কোচ বললেই তো হবে না, খেলোয়াড়দের শারীরিক সামর্থ্য কতটুকু, সেটাও দেখতে হবে। আমরা আশাবাদী নতুন কোচের অধীনে ভালো কিছু করে দেখাতে পারব। ঘরের মাঠে সাফ ফুটবলের মতো আসর আছে। আমাদের ইতিবাচক ফল করতে হবে। সেভাবেই প্রস্তুত হতে হবে।’
অভিজ্ঞ ডিফেন্ডার ওয়ালী ফয়সাল বিদেশী কোচদের স্থিতিশীলতা নিয়ে চিন্তিত, ‘দেশে নতুন কোচ এলেই আমরা বলি ভালো হবে। পরবর্তীতে দেখা যায় তারা বিদায় হয়, কিংবা তাকে বরখাস্ত হতে হয়। কোচকে বুঝতে বুঝতেই তার বিদায়ঘণ্টা বেজে যায়। জেমি ডে উন্নত দেশের কোচ। তিনি ভালোই হবেন আশা করছি। এখন যারা দলে আছে, তারা সবাই পরিশ্রমী। সবাই এই কোচের অধীনে সেরাটা দেয়ার অপোয়।’


আরো সংবাদ



premium cement
নির্বাচনের আগে ‘সিএএ’ চালু করে ভোট টানার কৌশল ব্যর্থ বিজেপির ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ পালনের আহ্বান কানাডায় বেকারত্ব বিদেশী শিক্ষার্থীদের ওপর প্রবল চাপ সৃষ্টি করছে রাফাতে ইসরাইলি হামলায় এক পরিবারের ৯ সদস্য নিহত আজ ব্যাংকক থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী গ্রেফতারের মধ্যেই মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরাইলবিরোধী বিক্ষোভ অব্যাহত হলান্ডের প্রত্যাবর্তনের ম্যাচে ম্যানসিটির জয় হাম্বানতোতা বিমানবন্দরের ‘দখল’ ভারত ও রাশিয়ার! ফ্ল্যাট থেকে উদ্ধার অভিনেত্রীর লাশ, পাওয়া গেছে রহস্যজনক হোয়াটসঅ্যাপ নোট ফিরলেন মোস্তাফিজ, জিতল চেন্নাই ব্লিংকেনের রিয়াদ সফরে সৌদি-ইসরাইল স্বাভাবিকীকরণের সম্ভাবনা!

সকল