২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আগডুম-বাগডুম : কবিতা

-

রোবট আমি
আনোয়ার আল ফারুক

খুব সকালে মামার সাথে পথে যখন দেখা
মামা আমায় বললো খোকা করো পড়ালেখা,
ভরদুপুরে বাবার সাথে যেই গিয়েছি মাঠে
বললো বাবা মনোযোগটা দাও খোকা পাঠে।

সন্ধ্যা বেলায় বড় আপু চ্যাঁচিয়ে কয় খোকা
পড়ালেখা না করলেই হবি আস্ত বোকা,
রাতের বেলা মা জননী ঝাঁঝালো এক সুরে
পড়ালেখা ভাল্লাগে না? ভাল্লাগে ভবঘুরে?

ইশকুলেও একই কথা পড়ো এবং পড়ো
গুরুজনে দেখলে বলে জীবনটাকে গড়ো,
জীবন বুঝি আটকে গেল পড়ার যাঁতাকলে
এই ভাবনায় আঁখিযুগল ভীষণ টলোমলে।

আমার বুঝি থাকতে মানা খানিক অবসরে
বিনোদনের নেইযে সুযোগ জীবন বালুচরে
তবে কি যে রোবট আমি অন্য হাতের ঘুড়ি
তাদের সবার ইচ্ছেমাফিক দিবানিশি উড়ি!

 

 

বিজয় মালা
কাজী আবুল কাসেম রতন

ছোট হলেও পাকা পাকা
কথা বলে খোকা।
বায়না ধরলে দিতেই হবে
যায় না দেয়া ধোঁকা।
দুরন্ত সে খুব উড়ন্ত
নামটি যে তার রানা
ছুটির দিনে খেলবে শুধু
শুনবে নাতো মানা।

কার্টুন ছবি মিস করে না
এমন দুষ্ট ছেলে,
খুশিতে সে লাফায় ওড়ে
সুখের ডানা মেলে।
ছুটি শেষে হেসে হেসে
বিদ্যালয়ে যায়
পড়া লেখায় দেয় মনোযোগ
বড় হবার দায়।

লেখা পড়া শিখে রানা
অনেক বড় হয়ে,
আঁধার যত মুছে দেবে
জ্ঞানের আলো দিয়ে।
কামনা আজ সবার মনে
আনবে বিজয় মালা।
ধন্য হবে দেশ ও জাতি
থাকবে না আর জ্বালা।

 

 


ইচ্ছে করে
গিয়াস হায়দার

ইচ্ছে করে আকাশ পানে
উড়তে পাখির মতো
তারা হয়ে জ্বলতে পারি
আমি অবিরত।

কার ইশারায় চলছে নদী
যাচ্ছে সাগর জলে
কার ইশারায় মিষ্টি তিতা
টক রয়েছে ফলে?

গাছের ডালে পাখি ডাকে
ময়ূর পেখম মেলে
কার ইশারায় জন্মে শিশু
মায়ের কোলে খেলে?

পাহাড় ভূমি তরুলতা
আছে আপন সাজে
কার ইশারায় ওই মরুতে
পানির নহর বাজে?

ইচ্ছে করে সাগরজলে
ভাসাই জীবন ভেলা
কাল হাশরে তাঁর ইশারায়
খুঁজি সুখের মেলা।

 

 


গরিব দুঃখীর হাল
মোস্তাফিজুর রহমান

নিম্ন আয়ের মানুষ
বাজার যেতেই পথিমধ্যে
হারিয়ে ফেলে হুঁশ
হুঁশ যদি বা ফেরে
মূল্য বাড়ার পাগলা ঘোড়া
আসতে থাকে তেড়ে।
জলপথে তার কুমির ভাসা
ডাঙ্গায় চলে সাপ
উভয় পথে মরণদশা
ওরে বাপরে বাপ!
বেঁচে থেকেও মৃত যেনো
শুধুই বাকি কবর
গরিব দুঃখীর হাল জানি না
নেই না কোনো খবর।

 

 

ইকরা
গোলাম আজম খান

ইকরা মানে পড়ো
কুরআন হাদিস ধরো,
সঠিক পথের দিশা পেতে
পড়ো এবং পড়ো।

জানার পরে মানতে হবে
খুঁজতে হবে সহি,
জাল ও জইফ পরিহারে
বের করো সব বহি।

স্বপ্ন আরও প্রসার করে
উদার করো মন,
যে ডাকে যে দ্বীনের পথে
সে তো প্রিয়জন।


আরো সংবাদ



premium cement

সকল