১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


ক এর ছড়া

-

ক দিয়ে হয় কলম কালি
ক তে কৃষ্ণ কালো,
ক দিয়ে হয় ফুলের কুঁড়ি
দেখতে লাগে ভালো।

ক দিয়ে হয় কচিকাঁচা
গাছের নতুন ডগা,
ক তে কদম গাছের ওপর
বসে থাকে বগা।

ক দিয়ে হয় কৃষ্ণচূড়া
ক দিয়ে হয় কলি,
ক দিয়ে হয় করুণ কথা
কেমনে কি যে বলি।

ক দিয়ে হয় কামার কুমোর
ক দিয়ে হয় কলস,
কাজের কথায় কাশের চোরা
বড্ড বেশি অলস।

ক দিয়ে হয় কোরমা পোলাও
ক দিয়ে হয় কাচ্চি ,
কামাল করিম দুই ভায়রা
খায় শুধু-ই লাচ্ছি।


আরো সংবাদ



premium cement