২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

এক দিনের জন্য তারকাদের ইনস্টাগ্রাম বর্জন

এক দিনের জন্য তারকাদের ইনস্টাগ্রাম বর্জন - সংগৃহীত

এক দিনের জন্য ইনস্টাগ্রাম বর্জন করেছেন বিশ্বের বেশ কিছু নামকরা তারকা। বুধবার ঘৃণা, প্রচারণা ও ভুয়া তথ্য ছড়ানোর প্রতিবাদে তারা এমন কর্মসূচি হাতে নেয়। এ তালিকায় আছেন কিম কার্ডাশিয়ান, কেটি পেরি, মাইকেল বি জর্ডান ও অ্যাস্টন কুচারের মতো তারকা।

নাগরিক অধিকার নিয়ে আন্দোলনকারীরা ‘#StopHateforProfit’ অর্থাৎ ঘৃণার বিনিময়ে মুনাফা অর্জন বন্ধ করো-এ হ্যাশট্যাগ নিয়ে প্রচার চালাচ্ছেন। তারই অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছেন তারকারা। এক লিখিত বিবৃতিতে কিম কার্ডাশিয়ান জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ভুয়া খবর শেয়ার করা হচ্ছে, তার একটা মারাত্মক প্রভাব পড়ছে।

তাই এই তারকারা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বুধবার ২৪ ঘণ্টার জন্য বর্জন করেছেন। কোনো পোস্ট দিচ্ছেন না তারা। কিম কার্ডাশিয়ান আরও বলেছেন, কিছু গোষ্ঠী আমেরিকাকে ভাগ করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, যেভাবে প্রচারণা ও ভুয়া তথ্য শেয়ার করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলো যেভাবে তা করার সুযোগ দিচ্ছে, তাতে আমি চুপ করে বসে থাকতে পারি না।’

সামাজিক যোগাযোগমাধ্যম বর্জন করার এ আন্দোলনে শামিল হয়েছেন আরও বড় বড় সব তারকা। তাদের মধ্যে আছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, জেনিফার লরেন্স, অরল্যান্ডো ব্লুম, সাচা ব্যারন কোহেন, জেনিফার লরেন্স প্রমুখ। পপশিল্পী কেটি পেরি তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যারা ঘৃণা ও বিদ্বেষপূর্ণ বক্তব্য ছড়ানোর লক্ষ্যে পোস্ট দিচ্ছে, সেসব গোষ্ঠী বা পোস্টের ব্যাপারে এসব প্ল্যাটফর্মের উদাসীনতা সম্পর্কে আমি মুখ বন্ধ করে থাকতে পারি না।

এ আন্দোলনে যোগ দেওয়া প্রসঙ্গে অ্যাস্টন কুচারের বক্তব্য, ঘৃণা, বিদ্বেষ ও সহিংসতা ছড়ানোর হাতিয়ার হিসেবে এ প্ল্যাটফর্মগুলো তৈরি করা হয়নি।


আরো সংবাদ



premium cement
ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না

সকল