২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

এক দিনের জন্য তারকাদের ইনস্টাগ্রাম বর্জন

এক দিনের জন্য তারকাদের ইনস্টাগ্রাম বর্জন - সংগৃহীত

এক দিনের জন্য ইনস্টাগ্রাম বর্জন করেছেন বিশ্বের বেশ কিছু নামকরা তারকা। বুধবার ঘৃণা, প্রচারণা ও ভুয়া তথ্য ছড়ানোর প্রতিবাদে তারা এমন কর্মসূচি হাতে নেয়। এ তালিকায় আছেন কিম কার্ডাশিয়ান, কেটি পেরি, মাইকেল বি জর্ডান ও অ্যাস্টন কুচারের মতো তারকা।

নাগরিক অধিকার নিয়ে আন্দোলনকারীরা ‘#StopHateforProfit’ অর্থাৎ ঘৃণার বিনিময়ে মুনাফা অর্জন বন্ধ করো-এ হ্যাশট্যাগ নিয়ে প্রচার চালাচ্ছেন। তারই অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছেন তারকারা। এক লিখিত বিবৃতিতে কিম কার্ডাশিয়ান জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ভুয়া খবর শেয়ার করা হচ্ছে, তার একটা মারাত্মক প্রভাব পড়ছে।

তাই এই তারকারা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বুধবার ২৪ ঘণ্টার জন্য বর্জন করেছেন। কোনো পোস্ট দিচ্ছেন না তারা। কিম কার্ডাশিয়ান আরও বলেছেন, কিছু গোষ্ঠী আমেরিকাকে ভাগ করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, যেভাবে প্রচারণা ও ভুয়া তথ্য শেয়ার করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলো যেভাবে তা করার সুযোগ দিচ্ছে, তাতে আমি চুপ করে বসে থাকতে পারি না।’

সামাজিক যোগাযোগমাধ্যম বর্জন করার এ আন্দোলনে শামিল হয়েছেন আরও বড় বড় সব তারকা। তাদের মধ্যে আছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, জেনিফার লরেন্স, অরল্যান্ডো ব্লুম, সাচা ব্যারন কোহেন, জেনিফার লরেন্স প্রমুখ। পপশিল্পী কেটি পেরি তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যারা ঘৃণা ও বিদ্বেষপূর্ণ বক্তব্য ছড়ানোর লক্ষ্যে পোস্ট দিচ্ছে, সেসব গোষ্ঠী বা পোস্টের ব্যাপারে এসব প্ল্যাটফর্মের উদাসীনতা সম্পর্কে আমি মুখ বন্ধ করে থাকতে পারি না।

এ আন্দোলনে যোগ দেওয়া প্রসঙ্গে অ্যাস্টন কুচারের বক্তব্য, ঘৃণা, বিদ্বেষ ও সহিংসতা ছড়ানোর হাতিয়ার হিসেবে এ প্ল্যাটফর্মগুলো তৈরি করা হয়নি।


আরো সংবাদ



premium cement
জামালপুরে হিট স্ট্রোকে মরিচ ব্যবসায়ীর মৃত্যু প্রধানমন্ত্রী ৬ দিনের সফরে বুধবার থাইল্যান্ড যাচ্ছেন রায়গঞ্জে পাটভর্তি ট্রাকে আগুন জামালপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ ছোট দেশ কাতার অর্থনীতি ও কূটনীতিতে যেভাবে এত এগোল আশুলিয়ায় ছিনতাইকারীর হামলায় আহত নারীর মৃত্যু ‘মুসলিমদের সম্পদ পুনর্বণ্টন’ অভিযোগ মোদির, এফআইআর সিপিএমের প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিখ্যাত চালকবিহীনবিমানের আবিষ্কারক কটিয়াদীতে আসছেন গাজার গণকবরের ‘বিশ্বাসযোগ্য ও স্বাধীন’ তদন্তের আহ্বান জাতিসঙ্ঘের

সকল