২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ভিন্ন স্বাদে ফল :রান্না বান্না

-

ফলের সালাদ
উপকরণ : কমলা ৬টা, আঙুর ২৫০ গ্রাম, মাল্টা ২টা, লেবুর রস এক কাপ, লেবুর খোসা (কুচি করা) এক চা চামচ, তরমুজ টুকরো করা এক বাটি, মধু ২ টেবিল চামচ, বিট লবণ স্বাদমতো।
প্রণালী : কমলা ও মাল্টা খোসা ছাড়িয়ে চাক চাক কেটে নিন। আঙুর ধুয়ে মাঝখান থেকে টুকরা করে নিন। তরমুজও খোসা ছাড়িয়ে পাতলা স্লাইস করে নিন। এবার বড় একটি প্লাটারে প্রথমে কমলাগুলো রাখুন। এর ওপর তরমুজ ও তার ওপর আঙুরের টুকরোগুলো এভাবে সাজিয়ে রাখুন। ছোট একটি বাটিতে প্রথমে লেবুর রস নিন। তাতে লেবুর খোসা কুচি, কমলার রস, মধু ও বিট লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিন। এবার সাজিয়ে রাখা ফলের ওপর এই সিরাপ ছড়িয়ে দিয়ে ফ্রিজে রেখে দিন ঘণ্টাখানেক। তারপর পরিবেশন করুন।

চিকেন-আঙুর সালাদ

উপকরণ : মুরগির টুকরা (হাড়ছাড়া) ৫০০ গ্রাম, চেরি টমেটো আধ কাপ, আঙুর ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি একটা, লবণ স্বাদমতো, মরিচ কুচি দু’টি, অলিভ অয়েল আধা কাপ, মাখন এক টেবিল চামচ, মেয়নেজ ১০০ গ্রাম, ফ্রেশ অলিভ ৪-৫টা, লেটুস, ক্যাপসিকাম, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ।
প্রণালী : চিকেন, ক্যাপসিকাম, লবণ, গোলমরিচ ও মাখন দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। একটি বাটিতে অলিভ অয়েল, লবণ, মরিচ ও মেয়নেজ এক সাথে মিশিয়ে ড্রেসিং তৈরি করুন। লেটুসপাতা কুচি করে কেটে নিন। এবার লেটুসপাতা, পেঁয়াজ রান্না করে রাখা চিকেন ও ক্যাপসিকামের সাথে মেশান। আঙুর কেটে এই মিশ্রণে দিন। অলিভ ও বানিয়ে রাখা সালাদ ড্রেসিং ঢেলে সব উপকরণ এক সাথে টস করে নিন। এই সালাদ যেকোনো রুটি বা নুডলসের সাথে খেতে পারেন।

স্ট্রবেরি উইথ ক্রিম

উপকরণ : তাজা স্ট্রবেরি (চার টুকরা করা) দুই কাপ, চিনি এক টেবিল চামচ, বাদাম কুচি আধা কাপ, টকদই পানি ঝরানো দুই কাপ, মধু দুই টেবিল চামচ, পুদিনাপাতা সাজানোর জন্য, ফেটানো ক্রিম আধা কাপ।
প্রণালী : ওভেন ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট করে নিন। স্ট্রবেরির সাথে চিনি মিশিয়ে ওভেনে রাখুন ১০-১২ মিনিট। স্ট্রবেরি কিছুটা রোস্ট হলেই নামিয়ে নিন। ঠাণ্ডা হতে দিন। অন্য বাটিতে টকদই, ক্রিম ও মধু নিয়ে ভালোভাবে ফেটে নিন। একটি লম্বা গ্লাসে প্রথমে কিছুটা স্ট্রবেরি রাখুন জুসসহ। তার ওপর বাদাম দিন। তার ওপর দইয়ের মিশ্রণ দিন। এভাবে এক লেয়ার তৈরি হলে তার ওপর একইভাবে আরেক লেয়ার দিন সব উপকরণ দিয়ে। গ্লাস ভরে যাওয়া পর্যন্ত এভাবে দিতে থাকুন। বাদাম ও পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

 


আরো সংবাদ



premium cement
দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে : মির্জা ফখরুল রুশ অগ্রযাত্রার মধ্যেই ভারী হামলা প্রতিহত করল ইউক্রেন কাতার ছাড়তে হলে হামাসের পরবর্তী গন্তব্য কোথায় বগুড়ায় বসতবাড়িতে পটকা তৈরির কারখানায় বিস্ফোরণ, আহত ৪ নগরকান্দায় প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ড মঙ্গলবারও ঢাকাসহ ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নাটোরে গণধর্ষণের দায়ে তিন কিশোরকে ১০ বছরের আটকাদেশ ঘাটাইলে সংরক্ষিত বনে দুর্বৃত্তের আগুন খালেদা জিয়ার বিরুদ্ধে জন্মদিন ও পতাকা অবমাননা মামলার শুনানি ২১ জুলাই ভালুকায় প্রচণ্ড তাপদাহে ২ শিক্ষার্থী অসুস্থ গাজীপুরে অপহরণের পর স্কুলছাত্রকে হত্যার দায়ে সাতজনের যাবজ্জীবন

সকল