০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


সূর্যের উদ্দেশে প্রথম কক্ষপথ বদলে ফেলল আদিত্য-এল১

সূর্যের উদ্দেশে প্রথম কক্ষপথ বদলে ফেলল আদিত্য-এল১ - সংগৃহীত

সূর্যের দিকে পাড়ি দিয়েছে ভারতের ইসরোর সৌরযান আদিত্য-এল১। শনিবার দেশটির অন্ধ্রপ্রদেশের সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে আদিত্য-এল১-এর সফল উৎক্ষেপণ হয়েছে। রোববার ইসরোর জন্য আবার ‘সান-ডে’। কারণ, রোববারই প্রথম বার সৌরযানের কক্ষপথ পরিবর্তন করে ফেলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।

রোববার বেলা পৌনে ১২টা নাগাদ আদিত্য-এল১-এর প্রথম কক্ষপথ পরিবর্তন করানো হয়েছে। টুইট করে সে কথা জানিয়েছে ইসরো। তাদের টুইট অনুযায়ী, ‘কৃত্রিম উপগ্রহটি স্বাভাবিকভাবে কাজ করছে, কোথাও কোনো সমস্যা নেই। বেঙ্গালুরু থেকে আদিত্য-এল১-এর প্রথম কক্ষপথ সফলভাবে পরিবর্তিত হয়েছে। পৃথিবীর টান কাটাতে এখনো ২২ হাজার ৪৫৯ কিলোমিটার পাড়ি দিতে হবে মহাকাশযানটিকে। সৌরযানের কক্ষপথ দ্বিতীয় বার বদলাবে আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টা নাগাদ।

সূর্যের কাছাকাছি পৌঁছনোর আগে পৃথিবীর মাধ্যাকর্ষণের অধীনে সৌরযানের এমন পাঁচটি কক্ষপথ পরিবর্তন করা হবে। প্রতি ধাপেই আদিত্য-এল১-এর গতি একটু একটু করে বৃদ্ধি পাবে। পাঁচ ধাপে কক্ষপথ পরিবর্তনের পর পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে বেরিয়ে যাবে আদিত্য-এল১। এতে সময় লাগবে ১৫ থেকে ১৬ দিন।

তার পরে আরো ১১০ দিন লাগবে সৌরযানটিকে সূর্যের কাছাকাছি কাঙ্ক্ষিত কক্ষপথ বা ল্যাগরেঞ্জ পয়েন্টে পৌঁছে দিতে। ওই অংশে পৌঁছে সূর্যকে পর্যবেক্ষণ করবে আদিত্য-এল১। এটি ভারতের প্রথম সূর্য অভিযান।

দিন দশেক আগেই চাঁদে মহাকাশযান পাঠিয়েছে ইসরো। চাঁদের দক্ষিণ মেরুতে নেমে অনুসন্ধান চালিয়েছে চন্দ্রযান-৩-এর রোভার প্রজ্ঞান।
সূত্র : আনন্দবাজার


আরো সংবাদ



premium cement
যেখানে অবৈধ পাথর খনির মিহি গুঁড়াতে ভরে ওঠে ফুসফুস শিবপুরে গৃহবধূর আত্মহত্যা : স্বজনদের দাবি হত্যা, স্বামী আটক সিদ্ধিরগঞ্জে হেলে পড়েছে ৬ তলা ভবন, আতঙ্ক জাতিসঙ্ঘ প্রধানকে দ্বিতীয়বারের মতো গাজায় প্রবেশে বাধা দিলো ইসরাইল টানা তাপপ্রবাহের পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি নোয়াখালীতে অশ্লীল ছবি ফেসবুকে ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ যুক্তরাষ্ট্রে ইসরাইলবিরোধী সমাবেশ থেকে গ্রেফতার প্রায় ২৫০০ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড দাগনভুঞা উপজেলা চার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহ্জাদা মিয়ার জামিন হামাসের সাথে চুক্তির ব্যাপারে মিসরীয় প্রস্তাব মেনে নিন : ইসরাইলি প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষামন্ত্রী টাঙ্গাইল শাড়ি নিয়ে ভারতে আইনি লড়াইয়ের ল’ফার্ম নিয়োগ

সকল