১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


সূর্যের উদ্দেশে প্রথম কক্ষপথ বদলে ফেলল আদিত্য-এল১

সূর্যের উদ্দেশে প্রথম কক্ষপথ বদলে ফেলল আদিত্য-এল১ - সংগৃহীত

সূর্যের দিকে পাড়ি দিয়েছে ভারতের ইসরোর সৌরযান আদিত্য-এল১। শনিবার দেশটির অন্ধ্রপ্রদেশের সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে আদিত্য-এল১-এর সফল উৎক্ষেপণ হয়েছে। রোববার ইসরোর জন্য আবার ‘সান-ডে’। কারণ, রোববারই প্রথম বার সৌরযানের কক্ষপথ পরিবর্তন করে ফেলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।

রোববার বেলা পৌনে ১২টা নাগাদ আদিত্য-এল১-এর প্রথম কক্ষপথ পরিবর্তন করানো হয়েছে। টুইট করে সে কথা জানিয়েছে ইসরো। তাদের টুইট অনুযায়ী, ‘কৃত্রিম উপগ্রহটি স্বাভাবিকভাবে কাজ করছে, কোথাও কোনো সমস্যা নেই। বেঙ্গালুরু থেকে আদিত্য-এল১-এর প্রথম কক্ষপথ সফলভাবে পরিবর্তিত হয়েছে। পৃথিবীর টান কাটাতে এখনো ২২ হাজার ৪৫৯ কিলোমিটার পাড়ি দিতে হবে মহাকাশযানটিকে। সৌরযানের কক্ষপথ দ্বিতীয় বার বদলাবে আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টা নাগাদ।

সূর্যের কাছাকাছি পৌঁছনোর আগে পৃথিবীর মাধ্যাকর্ষণের অধীনে সৌরযানের এমন পাঁচটি কক্ষপথ পরিবর্তন করা হবে। প্রতি ধাপেই আদিত্য-এল১-এর গতি একটু একটু করে বৃদ্ধি পাবে। পাঁচ ধাপে কক্ষপথ পরিবর্তনের পর পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে বেরিয়ে যাবে আদিত্য-এল১। এতে সময় লাগবে ১৫ থেকে ১৬ দিন।

তার পরে আরো ১১০ দিন লাগবে সৌরযানটিকে সূর্যের কাছাকাছি কাঙ্ক্ষিত কক্ষপথ বা ল্যাগরেঞ্জ পয়েন্টে পৌঁছে দিতে। ওই অংশে পৌঁছে সূর্যকে পর্যবেক্ষণ করবে আদিত্য-এল১। এটি ভারতের প্রথম সূর্য অভিযান।

দিন দশেক আগেই চাঁদে মহাকাশযান পাঠিয়েছে ইসরো। চাঁদের দক্ষিণ মেরুতে নেমে অনুসন্ধান চালিয়েছে চন্দ্রযান-৩-এর রোভার প্রজ্ঞান।
সূত্র : আনন্দবাজার


আরো সংবাদ



premium cement
অগ্রাধিকার পাবে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ও আঞ্চলিক নিরাপত্তা ‘ইসরাইলকে ফিলিস্তিন থেকে বের করে দাও’ সৌদি গেলেন ২৮৭৬০ হজযাত্রী, আরো একজনের মৃত্যু এভারেস্ট জয় করলেন বাবর আলী বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন যুদ্ধের সময় নিখোঁজ হাজার হাজার মানুষের ভাগ্য সম্পর্কে শ্রীলঙ্কাকে স্পষ্ট জানাতে হবে : জাতিসঙ্ঘ অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বেচতে পারে না, লাভ খাচ্ছে দালালরা গরুর নাম উড়াল সড়ক, ওজন ৩৫ মণ ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে!

সকল