Naya Diganta

সূর্যের উদ্দেশে প্রথম কক্ষপথ বদলে ফেলল আদিত্য-এল১

সূর্যের উদ্দেশে প্রথম কক্ষপথ বদলে ফেলল আদিত্য-এল১

সূর্যের দিকে পাড়ি দিয়েছে ভারতের ইসরোর সৌরযান আদিত্য-এল১। শনিবার দেশটির অন্ধ্রপ্রদেশের সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে আদিত্য-এল১-এর সফল উৎক্ষেপণ হয়েছে। রোববার ইসরোর জন্য আবার ‘সান-ডে’। কারণ, রোববারই প্রথম বার সৌরযানের কক্ষপথ পরিবর্তন করে ফেলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।

রোববার বেলা পৌনে ১২টা নাগাদ আদিত্য-এল১-এর প্রথম কক্ষপথ পরিবর্তন করানো হয়েছে। টুইট করে সে কথা জানিয়েছে ইসরো। তাদের টুইট অনুযায়ী, ‘কৃত্রিম উপগ্রহটি স্বাভাবিকভাবে কাজ করছে, কোথাও কোনো সমস্যা নেই। বেঙ্গালুরু থেকে আদিত্য-এল১-এর প্রথম কক্ষপথ সফলভাবে পরিবর্তিত হয়েছে। পৃথিবীর টান কাটাতে এখনো ২২ হাজার ৪৫৯ কিলোমিটার পাড়ি দিতে হবে মহাকাশযানটিকে। সৌরযানের কক্ষপথ দ্বিতীয় বার বদলাবে আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টা নাগাদ।

সূর্যের কাছাকাছি পৌঁছনোর আগে পৃথিবীর মাধ্যাকর্ষণের অধীনে সৌরযানের এমন পাঁচটি কক্ষপথ পরিবর্তন করা হবে। প্রতি ধাপেই আদিত্য-এল১-এর গতি একটু একটু করে বৃদ্ধি পাবে। পাঁচ ধাপে কক্ষপথ পরিবর্তনের পর পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে বেরিয়ে যাবে আদিত্য-এল১। এতে সময় লাগবে ১৫ থেকে ১৬ দিন।

তার পরে আরো ১১০ দিন লাগবে সৌরযানটিকে সূর্যের কাছাকাছি কাঙ্ক্ষিত কক্ষপথ বা ল্যাগরেঞ্জ পয়েন্টে পৌঁছে দিতে। ওই অংশে পৌঁছে সূর্যকে পর্যবেক্ষণ করবে আদিত্য-এল১। এটি ভারতের প্রথম সূর্য অভিযান।

দিন দশেক আগেই চাঁদে মহাকাশযান পাঠিয়েছে ইসরো। চাঁদের দক্ষিণ মেরুতে নেমে অনুসন্ধান চালিয়েছে চন্দ্রযান-৩-এর রোভার প্রজ্ঞান।
সূত্র : আনন্দবাজার