২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

হজ করতে ব্রিটেন থেকে হেঁটে মক্কায় যাচ্ছেন মোহাম্মদ

হজ করতে ব্রিটেন থেকে হেঁটে মক্কায় যাচ্ছেন মোহাম্মদ - ছবি : সংগৃহীত

হজ পালনের জন্য ব্রিটেন থেকে হেঁটে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেছেন আদম মোহাম্মদ নামের ইরাকী। সোমবার পর্যন্ত তুরস্কের ইস্তাম্বুল এসে পৌঁছেছেন তিনি। ব্রিটেন থেকে গত বছরের আগস্টের ১ তারিখ যাত্রা শুরু করেন মোহাম্মদ। তিনি আশা করছেন আগামী জুলাইয়ের মধ্যেই মক্কা পৌঁছে যেতে পারবেন।

সঙ্গী হিসেবে তার সাথে রয়েছে তিন চাকার একটি ট্রলি, যাতে তার আসবাবপত্র বহন করছেন এবং সার্বিয়া থেকে পাওয়া একটি কুকুর।

আনাদোলু এজেন্সিকে আদম মোহাম্মদ জানান, তিনি মূলত ইরাকি বংশোদ্ভূত। গত ২৫ বছর ধরে ব্রিটেনে বসবাস করছেন।

তিনি বলেন, দীর্ঘদিন যাবত আমার অন্তর থেকে একটি আওয়াজ আসছে, তা হলো- আমার বাড়ি থেকে মক্কা পর্যন্ত দীর্ঘ রাস্তা আমি অতিক্রম করতে পারব। আমি এটি উপেক্ষা করতে পারিনি। এটি আমার হৃদয়ে আগ্নেয়গিরির মতো ছিল।’

যাত্রা শুরু করতে প্রস্তুতির জন্য মোহাম্মদের দুই মাস সময় লেগেছে। এক্ষেত্রে একটি ব্রিটিশ সংস্থা তাকে সহায়তা করেছে।

তুরস্কে পৌঁছানোর পর ইন্টারনেটের মাধ্যমে অনেকেই আদম মোহাম্মদের দুঃসাহসিক এ যাত্রা সম্পর্কে অবগত হন। মাতিন উলুকুশ নামের তুর্কি এক নাগরিক দুই দিন তাকে সঙ্গ দিয়ে সহযোগিতা করেছেন।

মোহাম্মদ নামের আরেক তুর্কি বললেন, তিনিও আদম মোহাম্মদকে যাত্রাপথে সঙ্গ দিয়ে সহযোগিতা করেছেন। টেকিরদাগ থেকে ইস্তাম্বুল পর্যন্ত তিনি তার সাথেই ছিলেন।

সূত্র : আনাদোলু


আরো সংবাদ



premium cement
গাজা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মিরসরাই প্রেস ক্লাবের নতুন সভাপতি মিঠু, সম্পাদক মাঈন আইসিসির সিদ্ধান্ত ইসরাইলকে প্রভাবিত করবে না : নেতানিয়াহু শনিবার বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয় মে মাসে দেশে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে ডাসারে শিশু খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শরবত বিতরণ কর্মসূচি ঢাকা মহানগরী দক্ষিণের শতাধিক স্পটে জামায়াতের খাবার পানি ও স্যালাইন বিতরণ দ্বিপক্ষীয় বাণিজ্যিক বাধা দূর করতে সম্মত ভুটান ও বাংলাদেশ চরমোনাই পীরের অসুস্থ ভাইকে দেখতে গেল জামায়াতের প্রতিনিধি দল ব্যাঙ্কিং খাতের অনিয়ম-দুর্নীতি আড়াল করতে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা

সকল