২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়। - ছবি : নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে শহরের গোয়ালপাড়া কাওমি মাদরাসা মাঠে এ নামাজ আদায় করেন তারা। এতে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন মুফতি হারুন অর রশীদ। এর আগে গত সোমবারও এ নামাজ আদায় করেন মুসল্লিরা।

গাছপালা, ফলমূল, কৃষি ফসল রক্ষা, মানুষ পশুপাখির কষ্টের অবসান চেয়ে নিজেদের পাপাচারের ক্ষমার জন্য তওবা করে বৃষ্টি বর্ষণের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান তারা। এতে অংশ নেন ওই এলাকায় ৪ শতাধিক মুসল্লি।

এ বিষয়ে মুফতি হারুন অর রশীদ বলেন, দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় মানুষ প্রাণিকূল পানির জন্য হাহাকার করছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর এ চাওয়াকে আরবিতে সালাতুল ইসতিসকার বলা হয়।


আরো সংবাদ



premium cement