২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে ২ জনের মৃত্যু, গুরুতর অসুস্থ ৫

মৃত মেহেদী হাসান সোহাগ ও তৌফিকুজ্জামান সৈকত - ছবি : নয়া দিগন্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষাক্ত মদ পানে দু’জনের মৃত্যু হয়েছে। এতে পাঁচজন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর শহরের চকগোবিন্দ পাঠানপাড়ার দলিল লেখক আলমগীর হোসেন প্রধানের ছেলে মেহেদী হাসান সোহাগ (৩২), ঝিলপাড়ার মোশারফ হোসেনের ছেলে তৌফিকুজ্জামান সৈকত (৩২), চক গোবিন্দের নুরুল ইসলামের ছেলে রানা (৩২), সাজু মিয়ার ছেলে রানা (২৮), মৃত বাদল চন্দ্রের ছেলে বাঁধন সরকার (২৬), বাপ্পী (২৮), অভিসহ (৩০) আরো বেশ কয়েকজন বৃহস্পতিবার দিবাগত রাতে এক সাথে বসে মদপান করে। মদ পানের প্রায় দু’ ঘণ্টা পর তারা অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে তৌফিকুজ্জামান সৈকত রাত আনুমানিক ১০টায় মারা যায়। শুক্রবার বেলা ১১টায় বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মেহেদি হাসান সোহাগ মারা যায়।

অসুস্থ অন্যান্যরা বগুড়া ও রংপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অসুস্থদের অবস্থাও আশঙ্কজনক।

গোবিন্দগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: শরিফুল ইসলাম জানান, সোহাগ, সৈকত ও রানা নামে তিন যুবককে এখানে ভর্তি করা হয়েছিল। অ্যালকোহল জাতীয় কিছু পান করার ফলে তারা অসুস্থ হয়ে পড়ে। এখানে তাদের অবস্থার অবনতি হলে তাদের ও রংপুরে স্থানান্তর করা হয়।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম জানান, মারা যাওয়ার কারণ উদ্ধারে পুলিশ তদন্তে নেমেছে। তবে মৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।


আরো সংবাদ



premium cement