০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


রুহিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রুহিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু - ছবি - নয়া দিগন্ত

ঠাকুরগাঁও সদরের রাজাগাঁও এলাকায় শাহানাজ বেগম (২৪) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন স্বামী। তার শ্বশুরবাড়ির লোকজন জানিয়েছেন শাহানাজ আত্মহত্যা করেছেন । ওই গৃহবধূর পরিবারের দাবি, শাহানাজকে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একবছর আগে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের মৃত শফি উদ্দিন মুন্সির মেয়ে শাহানাজের সাথে ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের আসান নগর গ্রামের পশির উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক বুলুর বিয়ে হয়।

রোববার দুপুরে আসান নগর নিজ ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় শাহানাজের ঝুলন্ত লাশ উদ্ধার করে তার স্বামী। শাহানাজের স্বামী আব্দুর রাজ্জাক জানান, সকালে ক্ষেতে মরিচ তুলতে যাই দুপুরে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ পাই জানালার ফাঁক দিয়ে দেখি শাহানাজের গলায় ফাঁস লাগানো। অন্য ঘরের দরজা দিয়ে ভিতরে ঢুকে ফাঁস থেকে নামাই। রাতে লাশ নিয়ে যায় রুহিয়া থানা পুলিশ।

শাহানাজের ভাই রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, আমার বোন আত্মহত্যা করতে পারে না। রাজ্জাক আমার বোনকে হত্যা করে গলায় রশি দিয়ে ঘরের আড়ার সাথে লাশটি ঝুলিয়ে রেখেছিলেন।

শাহনাজের শ্বশুরবাড়ির লোকজন বলছেন, শাহানাজের মানসিক সমস্যা ছিল। এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্র রঞ্জন রায়। তিনি বলেন, অপমৃত্যুর মামলা হয়েছে। ওই গৃহবধূর লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
সুন্দরবনে আগুনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ ৪ ঘণ্টা বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা মধুখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু ইসরাইলের রাফাহ অভিযান মোকাবেলায় প্রস্তুতি সম্পর্কে যা জানালো হামাস নিজ্জর হত্যার কানাডায় গ্রেফতার ৩ ভারতীয় যুবকের পরিবার কী বলছে? গাজীপুরে পল্লী বিদ্যুতের সাবস্টেশনে দুর্ধর্ষ ডাকাতি সখীপুরে স্কুল খোলা থাকলেও নেই শিক্ষার্থী, প্রধান শিক্ষকের রুমে তালা বিজয়ের সেঞ্চুরিতে ডিপিএলে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী বিদ্যুৎস্পৃষ্টে নয়, মা গলা টিপে হত্যা করেন শিশু মাইশাকে গরমে ঢাকার হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ, শিশু ওয়ার্ডে আসন সঙ্কট প্রকট এ জে মোহাম্মদ আলীর রূহের মাহফিরাত কামনায় সুপ্রিম কোর্টে দোয়া

সকল