১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


শিবগঞ্জের শিমুল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

শিবগঞ্জের শিমুল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে - ছবি : নয়া দিগন্ত

বগুড়ার শিবগঞ্জের আলোচিত শিমুল হত্যা মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার তার জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক।

আদালতের নির্দেশে ওই দিন তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে মহিদুল ওই হত্যা মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ মামলাটির তদন্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাইবান্ধা ইউনিট।

মামলা সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর বগুড়া থেকে বাড়ি ফেরার পথে দিন-দুপুরে শিমুল নামে এক যুবককে অপহরণ করে নির্মমভাবে কুপিয়ে গোবিন্দগঞ্জ ফুলপুকুরিয়া বন্দরের রাস্তার পাশে বস্তাবন্দী করে ফেলে দেয়া হয়। পরে স্থানীরা শিমুলের লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় শিমুলের ভাই শিবগঞ্জ বিহার ইউপি সদস্য রায়হান গোবিন্দগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান মহিদুলকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।


আরো সংবাদ



premium cement