২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ভূরুঙ্গামারীতে টানা বর্ষণে ১৪টি গ্রাম প্লাবিত, পানিবন্দি কয়েক হাজার মানুষ

- নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দু'সপ্তাহের টানা বৃষ্টিপাতে এবং উজানের ঢলে দুধকুমার ও ফুলকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে তীরবর্তী এলাকার প্রায় ১৪টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে গ্রামগুলোর কয়েক হাজার মানুষ। এছাড়াও পানিতে তলিয়ে গেছে রোপা-আমন ধান ও সবজির ক্ষেত। পুকুর উপচে ভেসে গেছে মাছ। অতিবর্ষণে ভেঙে গেছে বেশ কিছু রাস্তাঘাট।

প্রকল্প বাস্তবায়ন অফিস ও ইউপি চেয়ারম্যানেদের সূত্র মতে, শিলখূড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা, দক্ষিণ ধলডাঙ্গা, কাজিয়ার চর, চর উত্তরতিলাই, ছাট গোপালপুর ও নামা চর, তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই, খোঁচাবাড়ি, দক্ষিণছাট গোপালপুর, শালমারা, সদর ইউনিয়নের নলেয়া, চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর,পাইকের ছড়ার পাইকডাঙ্গা, সোনাহাটের ভারতেরছড়া, আন্ধারীঝাড়ের চর বাড়ুইটারি গ্রামগুলো প্লাবিত হয়েছে।

বর্তমানে পানিবন্দি এলাকার মানুষদের যাতায়াত ও রান্নার ক্ষেত্রে ভোগান্তি পোহাতে দেখা গেছে। এছাড়া তারা গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর একটি প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম।


আরো সংবাদ



premium cement