২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সর্দি-জ্বরে আক্রান্ত সেই বৃদ্ধ মারা গেছেন

মৃত ব্যক্তির বাড়িতে এসে সামাজিক দুরত্ব বজায় রেখে দাঁড়িয়েছেন গ্রামবাসী - ছবি : নয়া দিগন্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা গেছেন এক বৃদ্ধ (৭০)। রোববার সকাল ১১টায় বিনা চিকিৎসায় মারা যান তিনি।

২ এপ্রিল নয়া দিগন্তে 'গোবিন্দগঞ্জে সর্দি-জ্বরে আক্রান্তকে কেন্দ্র করে করোনা আতঙ্ক' শিরোনামে তাকে নিয়ে একটি খবর ছাপা হয়েছিল।

এলাকাবাসীরা জানায়, গত কয়েকদিন ধরে সর্দি-জ্বর সহ করোনা উপসর্গে ভুগছিলেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য হারেজুল ইসলাম জানান, এ বিষয়ে গত দু’তিন দিন আগে স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। তার মৃত্যুর পর থেকে ওই গ্রামে করোনাভাইরাস আতঙ্ক আরো জোরদার হয়েছে।

সোনাচরণের পারিবারিক সূত্র জানায়, কয়েক দিন আগে গলায় ব্যাথা নিয়ে ওই বৃদ্ধা পল্লী চিকিৎসকের শরনাপন্ন হয়। স্থানীয় পল্লী চিকিৎসক ডাঃ শফিউল ইসলাম লেবু তাকে চিকিৎসা দেন। কিন্তু চিকিৎসায় তিনি ভাল না হওয়ায় গত বৃহস্পতিবার পরিবারের লোকজন জ্বর ও সর্দির ওষুধ নিতে ওই ডাক্তারের বাড়িতে যায়। কিন্তু ডাক্তার তাদেরকে উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দেন।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গত দু’তিন দিন আগে খবর নিয়ে জেনেছিলাম তিনি এ্যাজমা রোগে ভুগছিলেন। করোনা আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে কিনা, তার জন্য প্রয়োজনে নমুনা সংগ্রহ করা হবে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন জানান, আমাদের এখানে করোনা পরিক্ষা করার কীট নেই। অন্য কেনো রোগে তার মৃত্যু হতে পারে। এসব ঘটনায় অনেকে মানুষের মাঝে গুজব ছড়িয়ে দেয়। তবে বিষয়টি নিয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement
ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না

সকল