০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


পুলিশ, র‌্যাব, সেনা পরিচয়ে ৫ বিয়ে

পুলিশ, র‌্যাব, সেনা পরিচয়ে ৫ বিয়ে - ছবি : সংগৃহীত

পুলিশ পরিচয়ে বিয়ে করতে এসে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধরা পড়েছেন শহিদুল ইসলাম নামে এক প্রতারক। তার বিরুদ্ধে বিভিন্ন বাহিনীর পরিচয়ে একাধিক বিয়ে করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোবিন্দগঞ্জ পুলিশ জানায়, উপজেলার বিষ পুকুর এলাকার বাসিন্দা শহিদুল। তিনি দীর্ঘদিন যাবৎ কখনও সেনা আবার কখনও র‌্যাব বা পুলিশ পরিচয় দিয়ে বিয়ে করে আসছিলেন। এ বিষয়ে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলাও আছে।

শুক্রবার রাতে মহিমাগঞ্জ ইউনিয়নের বামন হাজরা গ্রামে আনিছা বেগম শাপলাকে পুলিশ অফিসার সেজে বিয়ে করতে আসেন শহিদুল। কিন্তু বিয়ের আগেই তার প্রতারণার ঘটনা প্রকাশ হয়ে গেলে তিনি পরিস্থিতি বুঝে বিয়ের আসর থেকে পালিয়ে যান।

শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ শহরের মায়ামনি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, শহিদুল প্রতারণা করে গোবিন্দগঞ্জে তিনটি ও বিভিন্ন জেলায় আরও দুটি বিয়ে করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement