০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


ঘুষের টাকাসহ দুদকের ফাঁদে পাসপোর্ট অফিসের কর্মচারী

- সংগৃহীত

এবার ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের অফিস সহায়ক আতিকুল ইসলাম ঘুষের টাকাসহ আটক হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। সোমবার দুপুরে তাকে ২১ হাজার টাকাসহ আটক করা হয়।

দুদক দিনাজপুর আঞ্চলিক সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশেকুর রহমান জানান, দীর্ঘদিন থেকে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে ঘুষ লেন-দেনের অভিযোগ ছিল। দুপুরে জেলা পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ঘুষের ২১ হাজার টাকাসহ অফিস সহায়ককে আটক করা হয়েছে।

তিনি জানান, দ্রুত সময়ে পাসপোর্ট করে দেয়া হবে এমন আশ্বাস দিয়ে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক সহিম উদ্দিনের কাছে অবৈধভাবে অতিরিক্ত টাকা দাবি করা হয়। এই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ হাজার টাকাসহ আতিকুল ইসলামকে আটক করা হয়।

আটকের পর তাকে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে।

এর আগে গত ৭ অক্টোবর ঠাকুরগাঁও জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান ও অফিস সহকারী জুলফিকার আলী নগদ ৫০ হাজার টাকাসহ দুদকের জালে ধরা পড়েন।


আরো সংবাদ



premium cement