১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসকসহ আহত ৮

- নয়া দিগন্ত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আশুরার বিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সালেহ মোঃ মাহফুজুল আলমসহ ৮ জন। তাদেরকে বহনকারী সরকারী পাজেরো জীপের সাথে বিপরীতগামী একটি ট্রাকের মুখেমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পার্বতীপুর উপজেলার আমবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে নবাবগঞ্জ থেকে ফেরার পথে বিপরীতগামী একটি বেপরোয়া ট্রাকের সাথে অতিরিক্ত জেলা প্রশাসককে বহনকারী পাজেরো জীপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জীপটি (দিনাজপুর-ক-০২-০০০১) দুমড়ে-মুচড়ে যায়। এসময় ট্রাকটি ফেলে অভিযুক্ত ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসকসহ জীপে থাকা সবাই আহত হন।

আহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে বলে তিনি জানান। আহতরা হলেন- দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম (৩৪), তার গাড়ী চালক আমিনুল ইসলাম (৫৫), সদর উপজেলার মিস্ত্রিপাড়া এলাকার শাহ আলমের ছেলে রবিউল ইসলাম (২২), নওগার নিয়ামতপুর উপজেলার মায়াবাড়ী গ্রামের আবুল কাশেমের ছেলে শাহজাহান সাজু (৩৮), একই এলাকার মতিউল ইসলামের ছেলে রেজাউল ইসলাম সেলিম (৪৪), চাপাইনবাবগঞ্জের গোপালগঞ্জ উপজেলার চৌভালা গ্রামের ইউনুস আলীর ছেলে ইসাহাক আলী হুমায়ুন (৩৩) একই জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার তরিকুল ইসলাম (৩৪) ও দিনাজপুরের সিজারউদ্দীন (৪৪)।

উল্লেখ্য, নবাবগঞ্জের আশুরার বিলে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য ৫০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। শুক্রবার সেই প্রকল্প এলাকা পরিদর্শনে যান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম। সেখান থেকে ফেরার পথেই এই সড়ক দুর্ঘটনা ঘটে।


আরো সংবাদ



premium cement
আশুলিয়ায় নিবন্ধন না থাকায় ২টি হাসপাতাল সিলগালা সরকারের ইচ্ছের অভাবে উচ্চ শিক্ষার মাধ্যম হিসেবে স্বদেশী ভাষা চালু হয়নি এমপির প্রভাব ও নিরাপত্তার স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা চেয়ারম্যানদের আয় বেড়েছে প্রায় ৫৫০ শতাংশ : টিআইবি জৈন্তাপুরে প্রার্থীদের প্রচারণা তুঙ্গে থাকলেও ভোটে আগ্রহ নেই ভোটারদের সিংগাইরে বিদ্যুৎস্পৃষ্টে মুদি দোকানির মৃত্যু দেশটা মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল আইপিএলে প্লে-অফের ৪ দল নিশ্চিত, কে কার বিরুদ্ধে খেলবে? বিচারের আগে ‘মিডিয়া ট্রায়াল’ নয় : আইজিপি ভালুকায় কারখানা শ্রমিদের মহাসড়ক অবরোধ উলামাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে : রফিকুল ইসলাম খান

সকল