২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে এক্স-রে মেশিন বন্ধ

-

নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের এক্স-রে বিভাগে ফিল্ম সংকটের কারণে গত ১ সপ্তাহ ধরে এক্স-রে মেশিন তথা এক্স-রে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে এ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার গুরুত্বপূর্ণ অংশ এক্স-রে করা থেকে বঞ্চিত হয়ে চরম দূর্ভোগে পড়েছে। সরকারী হাসপাতালে স্বপ্লমূল্যে চিকিৎসা সুবিধা না পেয়ে গরুত্বর অবস্থায় রোগীরা হাসপাতালের বাইরে প্রাইভেট ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অতিরিক্ত অর্থ ব্যায় করে এক্স-রের কাজ সারছে।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালটিতে সৈয়দপুর উপজেলার ৫ লাখ মানুষসহ পার্শ্ববর্তী চিরিরবন্দর, পার্বতীপুর, তারাগঞ্জ, বদরগঞ্জ উপজেলার আরও প্রায় ৫ লাখ মানুষ চিকিৎসার জন্য আসেন। প্রতিদিন প্রায় হাজার হাজার রোগীর আগমন ঘটে এখানে। এসব রোগীর মধ্যে সাধারণ রোগাক্রান্ত রোগীর চেয়ে দূর্ঘটনা বা কোন কারণে গুরুত্বরভাবে আগাতপ্রাপ্ত রোগীসহ নানা জটিল রোগের লোকজনও আসে। তাদের অধিকাংশরই প্রয়োজন পড়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার। এর মধ্যে অন্যতম হলো এক্স-রে। অথচ গত প্রায় ১ সপ্তাহ ধরে এই হাসপাতালে ফিল্ম সংকটের কারনে এক্স-রে মেশিন বন্ধ রাখা হয়েছে। এতে রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
এ ব্যাপারে হাসপাতালের মেডিকেল টেকনোলজি ও রেডিওগ্রাফীক্স সাইফুল ইসলাম বলেন, নিয়মানুযায়ী চাহিদা পাঠানো হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে ফিল্ম সরবরাহ করা হয়। গত মাসে আমাদের চাহিদার বিপরিতে যে ফিল্ম দেয়া হয়েছে তা প্যাকেট খোলার পর ড্যামেজ পাওয়া গেছে। এই ড্যামেজ ফিল্ম দিয়ে এক্স-রে করা হলে ভালো ফল পাওয়া যাচ্ছেনা। তাই এক্স-রের কাজ বন্ধ রাখা হয়েছে। নতুন করে ফিল্ম এর চাহিদা পাঠানো হয়েছে। ফিল্ম আসলেই রোগীদের এক্স-রের কাজ শুরু করা হবে।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফুল হক সোহেল বলেন, ফিল্ম নষ্ট হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে। চাহিদা মোতাবেক ফিল্ম পাওয়া মাত্রই এক্স-রে কার্যক্রম যথারীতি চালু করা হবে।


আরো সংবাদ



premium cement
আইনগত সহায়তা পাওয়া করুণা নয় অধিকার : আইনমন্ত্রী টিউবওয়েলের পানি খেয়ে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা অসুস্থ নারী আম্পায়ার নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আসলে কী ঘটেছিল? কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই : প্রাণিসম্পদমন্ত্রী আশুলিয়ায় নারী পোশাকশ্রমিক নিহত, স্বামী গ্রেফতার জাতিসঙ্ঘের ত্রাণকর্মীদের বিরুদ্ধে ইসরাইলি অভিযোগ প্রত্যাখ্যান ৭ খুন মামলার রায় কার্যকরের দাবি পরিবার ও আইনজীবীদের জামালপুরে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে লা লিগায় শীর্ষ চারের আরো কাছাকাছি এ্যাথলেটিকো ও জিরোনা নাগরপুরে ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত অতি গরমে স্কুল বন্ধ রাখার ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী

সকল